এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > পঞ্চায়েতের আগে শাসকদলের বড় চমক

পঞ্চায়েতের আগে শাসকদলের বড় চমক

গুজরাট ও হিমাচল প্রদেশের বিধানসভার ফল ঘোষণা হতে বাংলায় আগামী বছর হতে চলা পঞ্চায়েত নির্বাচনের ঢাকে কাঠি পরে গেল। একদিকে যখন গেরুয়া শিবির দাবি করছে আগামী পঞ্চায়েত নির্বাচন থেকেই শাসকদল বুঝে যাবে বাংলায় ‘পরিবর্তনের পরিবর্তন’ আসন্ন, অন্যদিকে শাসকদল তৃণমূল কংগ্রেস সংগঠনের ফাঁক-ফোঁকর বোজানোর পাশাপাশি প্রমানে মরিয়া বাংলায় শাসকদলের গাড়ি তালানোর মত কোনো বিরোধী শক্তি এখনো মাথা তুলতে পারে নি।
আর তাই আগামী পঞ্চায়েত কে সামনে রেখে এবার দলীয় সংগঠন ও সদস্য বাড়াতে এক অভিনব পন্থা নিতে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল বলে সূত্রের খবর। নতুন উদ্যমে দলের সংগঠনকে গড়ে তুলতে নূন্যতম ১ টাকার বিনিময় নতুন দলীয় সদস্য তৈরির নির্দেশ দিয়েছেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেননা শাসকদল সূত্রে খবর, দলের ভোট তহবিল গড়তে ব্যবসায়ী বা বাণিজ্য সংস্থা নয় সদস্যদের তহবিলের উপরেই ভরসা রাখছেন তিনি। শাসকদলের দাবি, কেন্দ্রীয় বিধির দিকে তাকিয়েই শুধু সদস্যপদ সংগ্রহ হচ্ছে না কারণ দলনেত্রী চান দলের তহবিলে সাধারণ লোকেরও অবদান থাকুক। এখন দেখার শাসকদলের এই ১ টাকার সদস্যপদের ভাবনা কিভাবে বাকি বিরোধীদের পিছনে ফেলে তাদের সংগঠন আরো মজবুত করে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!