এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > মমতা-ফিরহাদরা জোর গলায় উন্নয়নের কথা বললেও, পয়েন্ট ধরে ধরে বঞ্চনার প্রমান দিলেন অশোক!

মমতা-ফিরহাদরা জোর গলায় উন্নয়নের কথা বললেও, পয়েন্ট ধরে ধরে বঞ্চনার প্রমান দিলেন অশোক!


আপনাদের সুবিধার্থে খবরের শেষে বিধানসভা ২০২১ উপলক্ষে আমাদের করা সর্বশেষ সমীক্ষার প্রতিটির লিঙ্ক দেওয়া আছে।

আপনার মতামত জানান -

প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বারবার শিলিগুড়ি পৌরসভার মেয়র অশোক রঞ্জন ভট্টাচার্য অভিযোগ করে এসেছেন, তৃনমূল সরকারের পক্ষ থেকে তাদের পৌরসভাকে সহযোগিতা করা হচ্ছে না। তবে পাল্টা পুরমন্ত্রী ফিরহাদ হাকিম জানিয়ে দিয়েছিলেন, কোনোরকম বৈষম্য কোনোভাবেই করা হয়নি। তবে এবার ফিরহাদ হাকিমের সেই বক্তব্যকে কার্যত খন্ডন করে দিলেন অশোক রঞ্জন ভট্টাচার্য। যেখানে ধরে ধরে বঞ্চনার উল্লেখ করতে দেখা যায় তাকে।

প্রসঙ্গত উল্লেখ্য, সোমবার শিলিগুড়িতে আসেন রাজ্যের পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। যেখানে তিনি বলেন, “রাজনৈতিক বাধ্যবাধকতা থেকে অশোকবাবু এসব বলছেন। আমার সঙ্গে প্রোগ্রাম করতে গিয়ে হয়ত পার্টিতে বকা খেয়েছেন। সেজন্য উনি এখন অন্য সুর গাইছেন। তবে বঞ্চনার অভিযোগ ভিত্তিহীন। ওদের জমানার দিকে তাকালে তা স্পষ্ট হয়ে যাবে।” এদিন সেই বক্তব্যেরই জবাব দেন অশোক ভট্টাচার্য। যেখানে ধরে ধরে সমস্ত বক্তব্যের জবাব দেন তিনি।

এদিন এই প্রসঙ্গে অশোক রঞ্জন ভট্টাচার্য বলেন, “দীর্ঘদিন ধরেই শিলিগুড়ির প্রতি রাজ্য সরকারের যে গুরুত্ব দেওয়া উচিত ছিল, সেটা তারা গত পাঁচ বছরে দেয়নি। প্রথম থেকেই বঞ্চনা ও বৈষম্যের অভিযোগ করে এসেছি। বিরোধী রাজনৈতিক দল করি বলে শুধুমাত্র সেজন্যই আমাদের অর্থনৈতিক অবরোধ করে রাখা হচ্ছে। শিলিগুড়ি চারটি দেশের সীমান্তে অবস্থিত। এমন শহরকে রাজ্য সরকারের দিনের পর দিন বঞ্চনা ও বৈষম্য করা উচিত হয়নি। এমনটা হলে দেশের ক্ষতি হবে।”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অর্থ্যাৎ ফিরহাদ হাকিম এককথা বললেও, এদিন তা সম্পূর্ণরূপে নস্যাৎ করে দেন অশোক ভট্টাচার্য। নিজের বক্তব্যের মধ্য দিয়ে তিনি আবারও বুঝিয়ে দেন যে, রাজ্য সরকার বিমাতৃসুলভ আচরন করছে। এদিন বেশ কিছু বিষয় উদাহরণ স্বরূপ তুলে ধরেন ফিরহাদ হাকিম। তিনি বলেন,”রবিবার মন্ত্রীর সঙ্গে পানীয় জল, সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্প নিয়ে আলোচনা করেছি। বিভিন্ন খাতে আমাদের অর্থ পাওনা আছে, সেটা নিয়েও বলেছি। প্রতিটি ক্ষেত্রেই দেখা যাবে, শিলিগুড়ি পুরসভা সবচেয়ে কম বরাদ্দ পেয়েছে।”

অশোকবাবুর দাবি অনুযায়ী, গত 2017 সালে রাজ্যের নির্দেশমত তিনটি প্রকল্প চেয়ে শিলিগুড়ি পৌরসভার পক্ষ থেকে আবেদন করা হয়। মূলত এই সমস্ত প্রকল্পগুলির 50 শতাংশ রাজ্য এবং বাকি কেন্দ্রের দেওয়ার কথা। কিন্তু এখনও পর্যন্ত এই ব্যাপারে কাজের কাজ কিছুই হয়নি বলে অভিযোগ অশোক রঞ্জন ভট্টাচার্যের। স্বভাবতই এই ঘটনায় ব্যাপক সোরগোল তৈরি হয়েছে শিলিগুড়ির রাজনীতিতে।

পর্যবেক্ষকদের মতে, বিধানসভা নির্বাচনের আগে শিলিগুড়িতে শাসক বিরোধী তরজা কার্যত জমে উঠেছে। এতদিন বারবার এই পৌরসভা বাম পরিচালিত হওয়ার কারণে বঞ্চিত বলে অভিযোগ করা হয়েছিল। তবে সাম্প্রতিককালে শিলিগুড়ি এসে তার জবাব দিয়েছেন ফিরহাদ হাকিম। কিন্তু এবার পাল্টা জবাব দিয়ে অশোক ভট্টাচার্য বুঝিয়ে দিলেন, শিলিগুড়ি পৌরসভা বারবার বঞ্চনার শিকার হয়েছে। যাকে কেন্দ্র করে রীতিমত টালমাটাল বঙ্গ রাজনীতি। এখন গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

একনজরে দেখে নিন আমাদের সর্বশেষ বিধানসভা ২০২১ ওপিনিয়ন পোল –

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – দ্বিতীয় পর্ব – 

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – প্রথম পর্ব – 

# মালদহ জেলার ওপিনিয়ন পোল –

# দক্ষিণ দিনাজপুর জেলার ওপিনিয়ন পোল –

# উত্তর দিনাজপুরে জেলার ওপিনিয়ন পোল –

# জলপাইগুড়ি ও কালিম্পঙ জেলার ওপিনিয়ন পোল –

# আলিপুরদুয়ার ও দার্জিলিং জেলার ওপিনিয়ন পোল –

# কুচবিহার জেলার ওপিনিয়ন পোল –

আপনার মতামত জানান -
আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!