এখন পড়ছেন
হোম > রাজ্য > সবং-এও উড়তে চলেছে বিজেপির বিজয় পতাকা ?

সবং-এও উড়তে চলেছে বিজেপির বিজয় পতাকা ?


সামনেই সবাঙ্গের উপনির্বাচন আর কংগ্রেসের খাঁটি সবংকে নিজেদের দখলে রাখতে মাঠে নেমেছে সব দল।তাই বিজেপি নেতৃত্ব ও পিছিয়ে নেই। সবং-এর তেমাথানিতে বিজেপি প্রার্থী অন্তরা ভট্টাচার্যের প্রচার সভা চলাকালীন হিমাচল প্রদেশ ও গুজরাটের ভোট গণনার ফলাফল জানতে পারেন তারা। এরপর সেই মঞ্চেই আনন্দ উৎসবে শামিল হতে দেখা যায় বিজেপি নেতাদের। লাড্ডু বিতরণ ও গেরুয়া টিকা পরানো চালু হয়ে যায় ,আগামী ২১ ডিসেম্বর সবং-এ বিধানসভা উপনির্বাচনের ভোটগ্রহণ। দীর্ঘ 30 বছর মানস ভূঁইয়ার পর এবার নির্বাচনে তৃণমূলের প্রার্থী গীতারানি ভুঁইয়া।
বিজেপির এই জয়ের পর সেখানেই সবং-এর তেমাথানির সভাতে বিজেপি নেতা শমীক ভট্টাচার্য তার বক্তৃতায় বলেন, “গত 30 বছরে মানসবাবু যে উন্নয়ন করেছেন সেটা সবং-এর সকল মানুষ জানে এবার গুজরাট ও হিমাচল প্রদেশের মতন তারাও বিজেপিকে মনোনীত করে সঠিক সিদ্ধান্ত নিক।” জয় বন্দ্যোপাধ্যায় ও কটাক্ষ করতে ছাড়লেন না তৃণমূলকে তার মতে এই ফল সবং নির্বাচনের ভোটারদের জন্য সুনির্দিষ্ট বার্তা দিল।জয়বাবুর কথায়, “আমি এখন সাদাকে খুব ভয় পাই। কারণ আগে ৩৪ বছর জ্যোতিবাবু , বুদ্ধবাবুরা এই সাদা ধুতি পাঞ্জাবিতে রাজ্যের ক্ষতি করেছেন। এখন সেখানে স্থান নিয়েছে সাদা শাড়ি পরিহিতা মমতা বন্দ্যোপাধ্যায়।”

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!