গুজরাটে ভালো ফল করার পরেও কংগ্রেসকে কোনো ভাবেই গুরুত্ত্ব দিতে নারাজ রাজ্য বিজেপি জাতীয় রাজ্য December 19, 2017 হেরে গিয়েছে কংগ্রেস। কিন্তু বিজেপির এই জয়কে কখনোই এক বিরাট জয় বলা যায়না। সকাল থেকে সমানে সমানে লড়াই নিঃসন্দেহে চিন্তায় রেখেছিল বিভিন্ন বিজেপি নেতাদের। বিজেপির দুই সেনাপতি দিলীপ ঘোষ এবং মুকুল রায় যদিও চিন্তার কথা স্বীকার করেননি। একদিকে দিলীপ ঘোষ তাঁর বাসভবনে এবং অন্যদিকে সকাল থেকে নয়া দিল্লির ১৮১ নম্বর সাদার্ন এভিনিউয়ের বাংলোয় অনুগামীদের নিয়ে টিভিতে চোখ রেখে ছিলেন মুকুল রায়। খানিক পরেই বিজেপির অবস্থা কিছুটা স্থিতিশীল হলে দিলীপ ঘোষ আসেন রাজ্য দপ্তরে, সেখানেই বিজয় উৎসব পালন হয়। বিজেপির রাজ্য সভাপতি বলেন, ” গুজরাটে এখন বিজেপি ভোট পেয়েছে 49% পরে সেটা 60% হয়ে যেতে পারে।” আবার দিলিপবাবু এবং মুকুল রায়কে একই বিষয়ে মন্তব্য দিতে শোনা যায়, তারা দুজনেই বলেন, এবার পালা বাংলার। এবার তাদের একমাত্র লক্ষ্য বাংলায় ভোটে জয়লাভ করা। এবার আর অন্য রাজ্যে নয় এবার বিজয় উৎসব ঘটাতে হবে নিজ রাজ্য বাংলায়।” মুকুল রায় আরো বলেন,” চলতি মাসেই বাংলায় চলো জাগরণ কর্মসূচি রয়েছে এরপর থেকে রাজ্যে বিজেপির শক্তি ধীরে ধীরে বাড়তে থাকবে।” আপাতত গুজরাটে বিজেপির এই জয়ের পর চলতি মাসের জনজাগরণ কর্মসূচির দিকেই তাকিয়ে রয়েছেন সাধারন মানুষ। আপনার মতামত জানান -