এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > নির্বাচনী সংঘর্ষ আবার, তৃণমূল-বিজেপির প্রবল সংঘর্ষে এলাকা জুড়ে ব্যাপক উত্তেজনা

নির্বাচনী সংঘর্ষ আবার, তৃণমূল-বিজেপির প্রবল সংঘর্ষে এলাকা জুড়ে ব্যাপক উত্তেজনা


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – ভোট যত সামনে আসছে, ততই রাজ্যজুড়ে বেড়ে চলেছে রাজনৈতিক সংঘাতের ঘটনা। যদিও নির্বাচন কমিশনের পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয়েছে, এবারের বিধানসভা নির্বাচন যাতে শান্তিপূর্ণ হয় তার দিকে নজর রাখার। পাশাপাশি রাজ্যজুড়ে হিংসাত্মক কাজকর্ম বন্ধ করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। কিন্তু সেই নির্দেশ যে আদতে কোন কাজ করছে না, তা আবারও প্রমাণ হলো। প্রসঙ্গত, গ্রাম বাংলাতে নির্বাচনের উত্তাপ বেশি কাজ করে বলে মনে করা হয়। আর সেই মনে করা যে একটুও ভুল নয় তা প্রমাণিত হলো পূর্ব বর্ধমানের বৈকুণ্ঠপুরে। জানা গিয়েছে, দেওয়াল লিখনকে কেন্দ্র করে বড়সড় রাজনৈতিক সংঘাত এবার বৈকুন্ঠপুরে।

সূত্রের খবর, দেওয়াল লিখনকে কেন্দ্র করে বিজেপি-তৃণমূলের প্রবল সংঘর্ষে গুরুতর আহত হয়েছেন তিন বিজেপি কর্মী। গেরুয়া শিবিরের অভিযোগ, বৃহস্পতিবার দুপুরে যখন গেরুয়া শিবিরের কর্মীরা দেওয়াল লিখনের কাজ করছিলেন গ্রামে, সেইসময় তৃণমূল কর্মীরা এসে তাঁদেরকে রাস্তায় ফেলে মারধোর করে। এবং এই ঘটনায় সুকুমার ঘোড়ুই, সন্তোষী ঘোড়ুই এবং ধোলু ঘোড়ুই তিন বিজেপি সমর্থক গুরুতর আহত হয়েছেন। গেরুয়া শিবিরের পক্ষ থেকে অভিযোহের আঙুল তোলা হয়েছে, বৈকুন্ঠপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান জয়দেব ব্যানার্জির দিকে। তাঁদের দাবি, জয়দেব ব্যানার্জি্র নেতৃত্বে তৃণমূল কর্মীরা বিজেপি কর্মীদের ওপর অতর্কিতে হামলা চালায়।

স্বাভাবিকভাবে বিজেপির পক্ষ থেকে এই ঘটনার জন্য তীব্র ক্ষোভ প্রকাশ করা হয়েছে। পাশাপাশি এলাকায় উত্তেজনা ছড়াতেই পুলিশ এসে উপস্থিত হয় ঘটনাস্থলে। সে সময় তাঁদের ঘিরে ধরে বিজেপি কর্মীরা বিক্ষোভ দেখায় বলে জানা গিয়েছে। আহত 3 বিজেপি কর্মীকে পুলিশের পক্ষ থেকেই স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য। অন্যদিকে বৈকন্ঠপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান জয়দেব ব্যানার্জি গেরুয়া শিবিরের সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন এবং তিনি জানিয়েছেন, এই ঘটনার সঙ্গে রাজনীতির কোন যোগ নেই। তিনি পাল্টা অভিযোগ করেছেন বিজেপির বিরুদ্ধে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তিনি জানান, গ্রামের একটি ধর্মীয় স্থানকে স্থানীয় কয়েকজন বিজেপি কর্মী দলীয় কাজে ব্যবহার করায় গ্রামবাসীরা ক্ষেপে ওঠে এবং তারই প্রতিবাদে এই ঘটনা ঘটেছে। তৃণমূল কংগ্রেসের কেউ এই ঘটনার সঙ্গে বিন্দুমাত্র জড়িত নয় বলে তিনি জানান। অন্যদিকে আহত বিজেপি কর্মী সুকুমার ঘড়ুই গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান তৃণমূলের জয়দেব ব্যানার্জির দিকে গুরুতর অভিযোগ করে বলেন, জয়দেব ব্যানার্জির লোকজন তাঁর ভাইপোকে মারধর করছিলো। তিনি সেসময় খোঁজখবর করতে তাঁকেও ফেলে মারধর করা হয়। যথারীতি অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূল নেতা। পাশাপাশি তিনি বলেন, গন্ডগোল হলেও কেউ আহত হয়নি।

অভিযোগ, পাল্টা অভিযোগের ভিত্তিতে এলাকা জুড়ে চলছে ব্যাপক চাপানউতোর। উত্তেজনা বেড়ে যাওয়ায় গ্রামে পুলিশি প্রহরা শুরু হয়েছে। অন্যদিকে এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। তবে এই ঘটনায় জড়িত সন্দেহে এখনো পর্যন্ত কারোর খোঁজ পাওয়া যায়নি। পুলিশের হাতেও কেউ ধরা পড়েনি। অন্যদিকে রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, সময় যত এগিয়ে আসছে নির্বাচনের, তত বেশি এই রাজনৈতিক সংঘর্ষের ঘটনা বেড়ে চলেছে রাজ্যজুড়ে। এখন দেখার এই ঘটনার পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশন আলাদা করে কোনো ব্যবস্থা গ্রহণ করে কিনা!

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!