এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > লকডাউনেও উন্নয়ন! মমতার দেখানো পথেই নদীর ভাঙ্গন রোধে বড়সড় পদক্ষেপ হেভিওয়েট মন্ত্রীর

লকডাউনেও উন্নয়ন! মমতার দেখানো পথেই নদীর ভাঙ্গন রোধে বড়সড় পদক্ষেপ হেভিওয়েট মন্ত্রীর


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট বর্ষার মরসুম আসতেই শুরু হয়েছে বন্যার ভ্রুকুটি। বিভিন্ন জেলায় জেলায় দেখা যাচ্ছে, বন্যা প্রায় বিপদসীমা অতিক্রম করতে চলেছে। এই অবস্থায় নতুন বিপদ নদীর পাড়ে ভাঙন। ভাঙনের ফলে আরো প্রবল ক্ষতির মুখে পড়ছে গ্রামবাসীরা। অন্যদিকে এই সংক্রান্ত যাবতীয় ক্ষোভের সম্মুখীন হচ্ছে বর্তমানে শাসকদল। সাধারণ মানুষের মনে এমনিতেই করোনা ও আমফান নিয়ে ক্ষোভ জমে রয়েছে। তার ওপরে একের পর এক বাঁধ ভেঙে যাচ্ছে,পাড় ভেঙে পড়ছে।

থাকছে না কোন নিরাপত্তা। খুব স্বাভাবিক ভাবেই শাসক দলের নেতা-নেত্রীদের এ ব্যাপারে মাথা ঘামাতে না দেখে ক্ষোভে ফুঁসছে সাধারণ জনগণ।অন্যদিকে সামনেই আসছে বিধানসভা নির্বাচন। আর সেদিকে নজর দিয়েই এবার শাসক দল তৃণমূল চাইছে উন্নয়নের দিকে নজর দিতে। সেই পরিপ্রেক্ষিতেই শুক্রবার পূর্বস্থলীর জালুইডাঙায় ভাগীরথীর পাড় বাধানোর কাজ শুরু হলো মন্ত্রী স্বপন দেবনাথের পৃষ্ঠপোষকতায়। সম্প্রতি এই এলাকায় নদীর পাড় ভাঙতে থাকে, আর তার জেরে নদীর পাশের ঢালাই রাস্তাও ক্ষতিগ্রস্ত হয়।

সেদিকে নজর দিয়েই এবার সেচ দপ্তরের পক্ষ থেকে নদীর পাড় মেরামতির কাজ শুরু হয়েছে। সেচ দপ্তর সূত্রে জানা গিয়েছে, জালুইডাঙায় ভাঙন রোধে প্রথম পর্যায়ে 42 লক্ষ 55 হাজার 281 টাকা অনুমোদন করা হয়। ওই টাকায় দেড়শ মিটার পর্যন্ত পাড় বাঁধানোর কাজ শুরু হবে। অন্যদিকে মন্ত্রী স্বপন দেবনাথ দলের প্রচার সূত্রে জানিয়েছেন, রাজ্যে উন্নয়নের কাজ চলছে সর্বত্র। স্বাস্থ্যপরিসেবা, রেশনের চাল দেওয়ার পাশাপাশি বিভিন্ন উন্নয়নমূলক কাজ করা হচ্ছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সেই অনুযায়ী লকডাউনের মধ্যেই এবার জালুইডাঙায় নদীর পাড় মেরামতের কাজ শুরু হয়েছে। এরপর রাস্তা মেরামতের কাজও হবে বলে জানান তিনি। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরেই জালুইডাঙায় ভয়াবহ নদী ভাঙন চলছে। এখনো পর্যন্ত প্রায় 300 পরিবার ক্ষতির মুখে পড়েছে। প্রচুর বাড়ি, জমি নদীতে তলিয়ে গেছে। সম্প্রতি জালুইডাঙার দক্ষিণে ভাঙন শুরু হয়। আর তা দেখেই মন্ত্রী এবার তড়িঘড়ি উন্নয়নের কাজ শুরু করলেন এলাকায়।

অন্যদিকে বিশেষজ্ঞদের মতে, একুশের বিধানসভা নির্বাচনে উন্নয়নকে অন্যতম প্রচার অস্ত্র হিসেবে বেছে নিয়েছে শাসক দল তৃণমূল। আর সেই সূত্রেই চলছে সার্বিক উন্নয়ন বিভিন্ন জেলায়। তবে বহু মানুষের বক্তব্য, ভোটের সময় ছাড়া এই উন্নয়নের দেখা আর পাওয়া যায় না। তাই রাজনৈতিক মহলের অনুমান, সামান্য সময়ের উন্নয়নের ওপর ভর দিয়ে নির্বাচনে জিততে চাওয়ার আশা বড়ই বেমানান। তবুও তৃণমূল শিবির কিভাবে মানুষের ক্ষোভ সামলে উন্নয়নের কাজে ভর করে বাংলার মসনদের দিকে এগোতে পারে, সেদিকে কিন্তু নজর থাকবে ওয়াকিবহাল মহলের।

আপনার মতামত জানান -

ট্যাগড
Top
error: Content is protected !!