এখন পড়ছেন
হোম > অন্যান্য > এবার করোনা নিয়ে মুখ্যমন্ত্রীকে ট্যাগ করে ট্যুইট রাজ্যপালের! নতুন কি ‘বিস্ফোরণ’ ঘটালেন, জানুন

এবার করোনা নিয়ে মুখ্যমন্ত্রীকে ট্যাগ করে ট্যুইট রাজ্যপালের! নতুন কি ‘বিস্ফোরণ’ ঘটালেন, জানুন


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট- করোনা পরিস্থিতি নিয়ে রাজ্যবাসীকে বারবার সচেতন করে এসেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে কোথাও ভাইরাসের প্রকোপ কমে গিয়েছে, এমন কথা তাঁকে বলতে শোনা যায়নি। অন্যদিকে দিনকয়েক আগেই বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ দাবি করেছিলেন করোনা নাকি বিদায় নিয়েছে। তবে শুধুমাত্র বিজেপি নেতা, কর্মীদের রুখতেই নাকি বাংলায় লকডাউন চালিয়ে যাচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে তিনি এ হুঁশিয়ারিও দিয়েছিলেন যে বিজেপিকে এভাবে আটকে রাখা যাবে না, মুখ্যমন্ত্রী বৃথা চেষ্টা করছেন। তবে বিজেপি সাংসদের এহেন মন্তব্য নিয়ে সেসময় নানা রাজনৈতিক মহলে বিস্তার আলোচনাও হয়েছিল। কীভাবে একজন জনপ্রতিনিধি এমন ভুল তথ্য দিতে পারেন, সে নিয়ে প্রশ্ন তুলেছিলেন কেউ কেউ। তবে সেই প্রশ্নে নতুন বিতর্ক তৈরি করেছে রাজ্যপালের নয়া টুইট।

জানা গেছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সোশাল মিডিয়ায় ট্যাগ করে টুইট করছেন রাজ্যপাল জগদীপ ধনকড়। রাজ্যের করোনা গ্রাফ নিয়ে তিনি যে যথেষ্ট উদ্বিগ্ন সেটাই প্রকাশ করেছেন। তবে এদিন তাঁর টুইটারে এক অন্য বার্তা প্রকাশ পেয়েছে। তাঁর মতে করোনা চলে গিয়েছে, সেকথা ভাবার কোনও কারণ নেই। বরং উল্টে রাজ্যবাসীকে প্রয়োজনীয় কোভিড বিধি মেনে চলারই পরামর্শ দিতে দেখা গেছে তাঁকে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

ঠিক কি ছিল তাঁর কথা? জানা গেছে, রাজ্যের করোনা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে, টুইট করে রাজ্যপাল জগদীপ ধনকড় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সোশাল মিডিয়ায় ট্যাগ করেন। সেই সঙ্গে টুইট করে তিনি লেখেন, রাজ্যে মোট সংক্রমিতের সংখ্যা ২ লক্ষের বেশি হয়ে গিয়েছে। সেই সঙ্গে মোট মৃতের সংখ্যা ৪ হাজারের কাছাকাছি পৌঁচেছে। এমন পরিস্থিতিতেও এখনও যাঁরা বিশ্বাস করেন করোনা চলে গেছে, তাঁদের আরও একবার ভাবা প্রয়োজন যে কি করা উচিত তাঁদের। এছাড়া, সাধারণ মানুষকে তিনি সবসময় মাস্ক পরতে এবং আরও সচেতন হতে বলেছেন। সেই সঙ্গে বয়স্ক ব্যক্তি এবং অসুস্থদের প্রতি বিশেষ নজর রাখতে বলেছেন তিনি।

প্রসঙ্গত উল্লেখ্য, স্বাস্থ্যদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে মৃত্যু হয়েছে ৫৮ জনের। ফলে বাংলায় করোনায় মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৩,৯৪৫ জন মানুষ। তবে এতকিছুর মধ্যেও ঊর্ধ্বমুখী সুস্থতার হার স্বস্তি দেবে বলে মনে করা হচ্ছে। তবে অন্যদিকে করোনাকে হারিয়ে বাড়ি ফিরেছেন ৩ হাজার ৫৪ জন মানুষ। বাংলায় এখনও পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লক্ষ ৭৫ হাজার ১৩৯ জন মানুষ। সুস্থতার হার বেড়ে হয়েছে ৮৬.৪০ শতাংশ। সেই সঙ্গে গত ২৪ ঘণ্টায় ৪৭ হাজার ৩১৮টি স্যাম্পেল টেস্ট করা হয়েছে বলে জানা গিয়েছে। ফলে রাজ্যে এখনও অবধি মোট ২৪ লক্ষ ৭০ হাজার ৫৮টি নমুনা পরীক্ষা হয়েছে বলে জানা গেছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!