এখন পড়ছেন
হোম > আন্তর্জাতিক > করোনা ভ্যাক্সিন আবিষ্কারে আরও একধাপ এগোল ভারত! অক্সফোর্ডের পর নতুন চুক্তিতে বাড়ছে আশার আলো

করোনা ভ্যাক্সিন আবিষ্কারে আরও একধাপ এগোল ভারত! অক্সফোর্ডের পর নতুন চুক্তিতে বাড়ছে আশার আলো


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – সারাবিশ্ব এমনিতেই করোনার তাণ্ডবে হাহাকার করছে। লক্ষ্য লক্ষ্য মানুষ করোনা সংক্রমিত হয়ে মৃত্যুর পথে। পরিস্থিতি সামাল দিতে প্রতিষেধক বা ওষুধের প্রয়োজন। কিন্তু এখনো পর্যন্ত এর কোনোটিই মানুষের হাতে এসে পৌঁছায়নি। যদিও ইতিমধ্যে জানা যাচ্ছে, করোনার প্রতিষেধক আবিষ্কার এর পথে বিশ্বের বেশ কয়েকটি দেশ উল্লেখযোগ্যভাবে এগিয়ে গেছে। বিভিন্ন দেশের বৈজ্ঞানিক, গবেষকরা ভ্যাকসিন তৈরিতে যেভাবে মনোনিবেশ করেছেন, তাতে যেকোনো দিন যেকোনো মুহূর্তে করোনার ভ্যাকসিন হাতের মুঠোয় বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

কিন্তু কবে আসবে এই ভ্যাকসিন, সেই নিয়েই বর্তমানে চলছে বিশ্বজুড়ে বিতর্ক। ইতিমধ্যে অক্সফোর্ডের ভ্যাকসিন তৈরি ও বাজারজাত করার জন্য চুক্তি আগেই হয়েছিল। এবার নোভাভ্যাক্স এর সঙ্গে ভারতের পুনের সিরাম ইনস্টিটিউট একই রকম একটি চুক্তি হয়েছে বলে জানা গেছে। অন্যদিকে নোভাভ্যাক্স পক্ষ থেকে জানানো হয়েছে প্রতিষেধক তৈরির প্রথম ধাপ ভালই ভালই পেরিয়ে যাওয়া গেছে এবার আরো বড় আকারে তৃতীয় ধাপের পরীক্ষার যেতে চলেছে তারা

সেপ্টেম্বরের মধ্যেই এই ভ্যাকসিনের তৃতীয় ধাপের পরীক্ষা শুরু হবে বলে জানা গেছে। অন্যদিকে গত মে মাসে সিরাম ইনস্টিটিউটে যে নমুনা এসে পৌঁছায়, তা থেকেই ভ্যাকসিন তৈরিতে মনোনিবেশ করে ভারত। সূত্রের খবর, সিরাম ইনস্টিটিউটের বিজ্ঞানীরা কয়েক কোটি ভ্যাকসিন প্রস্তুত করেছে ইতিমধ্যে। আপাতত ভ্যাকসিন তৈরীতে বেশ কয়েক ধাপ ভারত এগিয়ে থাকছে বলেই মনে করা হচ্ছে। তবে, ভারতের সিরাম ইনস্টিটিউট যে ভ্যাকসিন তৈরি হচ্ছে তা কিন্তু এখনো চূড়ান্ত পরীক্ষিত নয়।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

কিন্তু তার আগেই উৎপাদন সংক্রান্ত চুক্তিবদ্ধ হচ্ছে পুনের সিরাম ইনস্টিটিউট। তবে এই ভ্যাকসিন আবিষ্কারে যদি ইতিবাচক রূপ দেখা যায় তবে ভারতের বুকে অন্যরকম ইতিহাস সৃষ্টি হবে বলে মনে করছেন সবাই। ইতিমধ্যে সারা বিশ্বে ব্রিটেন, ভারত, আমেরিকাসহ বহু দেশে চলছে ভ্যাকসিন তৈরীর প্রচেষ্টা। তার মধ্যে অক্সফোর্ডের টিকা পরীক্ষা বেশ কিছুটা এগিয়ে গেছে বলে জানা যাচ্ছে। অন্যদিকে রাশিয়ার গামালেয়া বিশ্ববিদ্যালয় করোনার প্রতিষেধকের ক্লিনিক্যাল ট্রায়াল শেষ করেছে বলে খবর।

জানা গেছে অক্সফোর্ড এবং তার সহকারি অ্যাস্ট্রাজংনেকা ভ্যাকসিন প্রস্তুতের জন্য ইতিমধ্যে পুনের সিরাম ইনস্টিটিউট এর সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে।  অক্সফোর্ডে ও তার সহকারীর অ্যাস্ট্রাজংনেকা যে ভ্যাকসিন তৈরি করছে তা সফল হলে আগামী দিনে সিরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া এই টিকা বানাতে পারবে বলে জানা গেছে। ইতিমধ্যে মানবদেহে এই টিকার প্রথম ও দ্বিতীয় ট্রায়াল সম্পন্ন হয়েছে বলে জানা গেছে। কিন্তু ফাইনাল হওয়া এখনো বাকি।

অন্যদিকে বিশেষজ্ঞরা বলছেন, এখনো পর্যন্ত পৃথিবীর বুকে এরকম বহু মারণ রোগের ভ্যাকসিন আবিষ্কার করতে লেগেছে বহুবছর। সে ক্ষেত্রে করোনার মত মারণ রোগের ভ্যাকসিন আবিষ্কার যে এত তাড়াতাড়ি বাজারে আসবে তা ভাবার কোন কারণ নেই। তবে প্রতিষেধক আবিষ্কারের রূপরেখা দেখে অবশ্যই মনে আসা জাগছে একথা মেনে নিচ্ছেন সবাই একবাক্যে। আপাতত সাধারণ মানুষ কোনো হিসাব না দেখে শুধুমাত্র করোনার হাত থেকে বাঁচার আশায় তাকিয়ে রয়েছে।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!