এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > মুকুল রায়কে কালো পতাকা, বিস্ফোরক অভিযোগ লকেট চট্টোপাধ্যায়ের

মুকুল রায়কে কালো পতাকা, বিস্ফোরক অভিযোগ লকেট চট্টোপাধ্যায়ের


আজ আমতার গাজিপুরে মুকুল রায়কে কালো পতাকা দেখানো হয়, অভিযোগের তীর শাসকদল তৃণমূল কংগ্রেসের দিকে। আর তার বিরুদ্ধে এবার মুখ খুললেন বিজেপির মহিলা মোর্চার সভানেত্রী লকেট চ্যাটার্জি। তিনি শাসকদলের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দিয়ে জানান, কালো পতাকা দেখিয়ে নিজেদের কালো মুখ বাঁচাতে পারবে না তৃণমূল। অন্যায় সামনে আসবেই। পাশাপাশি তিনি আরো দাবি করেন যে, বিজেপি যেভাবে রাজ্যে এগোচ্ছে তাতে ভয় পেয়েই আমাদের নেতা-নেত্রীদের এইভাবে আটকাতে চাইছে তৃণমূল। অন্যায়কে প্রশ্রয় দেওয়ার জন্য ওরা নেতা-নেত্রীদের আটকাচ্ছে।
এরপর বিজেপির মহিলা মোর্চার সভানেত্রীর বিস্ফোরক দাবি, মানুষ জানতে পারছে একজন খুন হয়েছেন, তাতে তৃণমূল অঞ্চল সভাপতির নাম জড়িয়ে গেছে। আর তাই, নিজেদের দোষ ঢাকার জন্য কালো পতাকা দেখাবেই। কালো পতাকা দেখিয়ে তো নিজেদের কালো মুখগুলো বাঁচাতে পারবে না, অন্যায় সামনে আসবে, মানুষ দেখবে। আমাদের আন্দোলন যত বেশি আটকাবে তত আন্দোলনের তীব্রতা বাড়বে। তাই এগুলো করে লাভ হবে না। আমরা আরো তাড়াতাড়ি মানুষের কাছে পৌঁছাব।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!