এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > রাজ্যে শিক্ষা ব্যবস্থায় আসতে চলেছে বড়সড় পরিবর্তন, ঘোষণা শিক্ষামন্ত্রীর

রাজ্যে শিক্ষা ব্যবস্থায় আসতে চলেছে বড়সড় পরিবর্তন, ঘোষণা শিক্ষামন্ত্রীর

আজ বিধানসভায় শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জানালেন, রাজ্যের শিক্ষাব্যবস্থায় ফের ফিরে আসতে চলেছে পাশ-ফেল। তবে কোন ক্লাস থেকে পাশ-ফেল চালু করা হবে তা এখনও চুড়ান্ত হয়নি, মুখ্যমন্ত্রী ও শিক্ষাবিদদের সঙ্গে আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
প্রসঙ্গত অষ্টম শ্রেণী পর্যন্ত পাশ-ফেল ফিরিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র, তবে এই বিষয়ে রাজ্যগুলির সম্মতি চেয়েছিল কেন্দ্রীয় মানব উন্নয়ন মন্ত্রক ৷ অষ্টম শ্রেণী পর্যন্ত পাশ ফেল প্রক্রিয়া ফিরিয়ে আনার পক্ষেই নিজের মত জানিয়ে কেন্দ্রকে চিঠি দিয়েছিল রাজ্য৷ তবে অষ্টম শ্রেণী পর্যন্ত পাশ-ফেল ফিরিয়ে আনলেও প্রক্রিয়ায় সামান্য বদল আনছে মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক, ফেল করলে পড়ুয়ার একটি বছর যাতে নষ্ট না হয়, সেই দিকে নজর রেখে আরও একটি সুযোগ দিতে চায় কেন্দ্র।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!