এখন পড়ছেন
হোম > রাজ্য > পুরুলিয়া-ঝাড়গ্রাম-বাঁকুড়া > মিলে গেছে অতি বাম মাওবাদী ও অতি দক্ষিণপন্থী বিজেপি – বিস্মিত পার্থ চট্টোপাধ্যায়

মিলে গেছে অতি বাম মাওবাদী ও অতি দক্ষিণপন্থী বিজেপি – বিস্মিত পার্থ চট্টোপাধ্যায়


এবারের ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে তৃণমূলের শক্তিশিবির জঙ্গলমহলেই বাজিমাত করেছে বিজেপি। শাসকদলের ঘুম উড়িয়ে নজিরবিহীন সাফল্য পদ্মবাহিনীর। কিন্তু হঠাৎ করে এরকম পালা বদল হল কীভাবে? বিজেপির এই সাফল্যের পিছনে অন্যান্য বিষয়ের সঙ্গে মাওবাদী ভূমিকাও রয়েছে,দাবী তৃণমূলের। ‘মাওবাদীদের সঙ্গে বিজেপির সম্পর্ক রয়েছে।’ এমনটাই দাবী করলেন তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় ঝাড়গ্রাম প্রসঙ্গে কথা বলতে গিয়ে। অতিবাম এবং অতি দক্ষিণপন্থীদের এই রসায়ণের রীতিমতো বিষ্মিত তিনি। তবে  পঞ্চায়েতের জয়ী বিজেপি প্রার্থীরা যে দল বেঁধে তৃণমূলে যোগ দিচ্ছেন এখন,সেটাও দাবীতে জানালেন জেলার পর্যবেক্ষক পার্থ চট্টোপাধ্যায়।

উল্লেখ্য,বামজামানার গোটা জঙ্গলমহলেই মাওবাদী উপদ্রুত এলাকার তকমা লেগেছিলো। মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের ক্ষমতায় আসার পর মাওবাদীদের উপদ্রপ কমে। শান্তি ফেরে জঙ্গলমহলে। অতিবাম সক্রিয়তা প্রায় নিশ্চিন্নও হয়ে গিয়েছিল তৃণমূল সরকারের আমলে। তবে বাম জামানার শেষের দিকে কিন্তু মাওবাদীদের সঙ্গে তৃণমূলের যোগ আছে বলেই অভিযোগে সরব হত সিপিএম। কিন্তু সেসব ছবির পটপরিবর্তন ঘটেছে। বর্তমান মুখ্যমন্ত্রীর উদ্যোগে মাওবাদী জঙ্গিদের একাংশ আজ সুস্থ জীবনে ফিরেছে। ঝাড়গ্রাম সহ গোটা জঙ্গলমহলের সামাজিক উন্নয়নমূলক কর্মকান্ডের বহর লক্ষ্য করেছে সবাই। কিন্তু এতো উন্নয়ন করা সত্ত্বেও কেন জঙ্গলমহলে আশানুরূপ ফল করতে কেন পারেনি তৃণমূল? প্রশ্ন উঠেছে দফায় দফায়। লোকসভা নির্বাচনের প্রস্তুতির সময়ে এই প্রশ্নই উদ্বেগের কারণ হয়েছে শাসকদলের।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে

এই প্রশ্নের উওর খুঁজতেই মাঠে নামলেন তৃণমূলের মহাসচিব। ময়নাতদন্ত করতে গিয়ে উঠে এল জেলা নেতৃত্বের একটি সিংহভাগের জনবিচ্ছিন্নতা। পাশাপাশি,মাওবাদীদের তৃণমূলের বিরুদ্ধে বিজেপিকে মদত দেওয়ার প্রসঙ্গ। পার্থ চট্টোপাধ্যায় এদিন আরো জানালেন,জঙ্গলমহল থেকে বিজেপির অস্তিত্বই মুছে দেবে তাঁরা। স্বমহিমায় ফিরবে আবার তৃণমূল। বিজেপি যতই পড়শী রাজ্য ঝাড়খন্ড থেকে মাওবাদীদের বাংলায় এনে সন্ত্রাস ছড়ানোর চেষ্টা করুক না কেন,তাদের সে উদ্দেশ্য সফল হবে না। কিন্তু মাওবাদীরা কেন বিজেপিকে সমর্থন করছে এটার কারণ তিনি খুঁজে পাননি। তবে আত্মবিশ্বাসে ভর করে এটাও জানান,ঝাড়গ্রামেট মানুষ আগেও মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে ছিল আর ভবিষ্যতেও থাকবে।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!