এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > লালবাড়ি দখলের লড়াই এর আগেই সরে দাঁড়ালো এই হেভিওয়েট প্রার্থীরা ! জল্পনা তুঙ্গে

লালবাড়ি দখলের লড়াই এর আগেই সরে দাঁড়ালো এই হেভিওয়েট প্রার্থীরা ! জল্পনা তুঙ্গে


প্রিয় বন্ধু মেডিয়া রিপোর্ট –  ঘোষণা হয়েছে কলকাতা পৌরসভার নির্বাচন ইতিমধ্যেই সমস্ত দলের প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিয়েছেন এই মনোনয়পত্র জমা দেওয়া নিয়ে বিভিন্ন দলের ভিতরে অন্তর্দ্বন্দ্ব হলেও পরবর্তীতে মিটিয়ে নিয়েছিল রাজনৈতিক দলগুলি  । তবে এবার লড়াই এর আগেই মাঠ ছেড়ে যুদ্ধক্ষেত্র থেকে সরে এলেন বেশকিছু মনোনয়ন জমাকারী হেভিওয়েট প্রার্থীরা  । শনিবারে ছিল কলকাতা পৌরসভার ভোটের মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন।  আর এই  দিনে দেখা গেছে দুটি ওয়ার্ডে পদ্ম শিবিরের দুজন প্রার্থী তাদের নাম প্রত্যাহার করে নিয়েছেন ।

133 নম্বর ওয়ার্ড থেকে মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন গেরুয়া প্রার্থী সদানন্দ পাঠক এবং 134 নম্বর এর প্রার্থী মুমতাজ আলী তবে কেন এরকম হঠাৎই শেষদিনে প্রার্থী প্রত্যাহার করে নিলেন  তা নিয়ে রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়েছে চরম । রাজ্য নির্বাচন কমিশনের তরফ থেকে ঘোষণা করা হয়েছিল কলকাতায় মোট নয় জন প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করেছেন ।  তবে বিজেপি ছাড়াও আরও বেশ কিছু প্রার্থী এই প্রত্যাহারের তালিকাতে  মধ্যে রয়েছেন  । এর মধ্যে ৫ জন   নির্দল প্রার্থী একজন সিপিএমের প্রার্থী  এছাড়াও 73 নম্বর ওয়ার্ডের নির্দল প্রার্থী রতন মালাকার শুক্রবার মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন ।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তবে পুরভোটের লড়াইয়ের ময়দানে থেকে বিজেপিকে দুটি আসন হারাতে হলো যেখানে আর কোনরকম মনোনয়নপত্র লালবাড়ি দখলের লড়াই এর আগেই সরে দাঁড়ালো এই হেভিওয়েট প্রার্থীরা ! জল্পনা তুঙ্গে দাখিল করতে পারলনা নতুন করে পদ্ম শিবির । বিজেপির পক্ষ থেকে এই দুই হেভিওয়েট প্রার্থীর মনোনয়পত্র প্রত্যাহার করার পিছনে বিজেপি দলের দাবি শাসকদল তৃণমূলের হুমকির মুখে পড়ে  প্রার্থীরা  মনোনয়নপত্র  প্রত্যাহার  করতে বাধ্য হয়েছেন ।   প্রার্থীদের মনোনয়নপত্র তুলে নেওয়া  তৃণমূলের দিকে অভিযোগের তীর ছড়লেও এ প্রসঙ্গেও সেরকম পাল্টা আক্রমণ করতে দেখা যায়নি শাসক শিবরি তৃণমূলকে । বরং অপরদিকে  দেখা গিয়েছে তৃণমূলের  সাধারণ সম্পাদক  অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি সাধারণ মানুষের উদ্দেশ্যে ঘাসফুল শিবিরকে সতর্ক করে দিয়েছেন পৌরভোটে যাতে সাধারণ মানুষ অবাধে ভোট দিতে পারেন  সেই সাথে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার নির্দেশ দিয়েছেন ।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!