এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > পুরভোটের আগেই কড়াবার্তা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ! বরদাস্ত নয় কোনো অন্যায় !

পুরভোটের আগেই কড়াবার্তা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ! বরদাস্ত নয় কোনো অন্যায় !


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –  সামনেই পুরভোট আর এই পুরভোট ঘিরেই তৎপর শাসক শিবির । হাতে আর বেশি সময় নেই হাতে গোনা মাত্র কয়েকটা দিন তাই শেষবেলার প্রচার এর মূলমন্ত্র টুকু সেরে নিচ্ছেন হেভিওয়েট রাজনৈতিক নেতা-নেত্রীরা ।  সূত্রের খবর আগামী 16 ই ডিসেম্বর যাদবপুর ও টালিগঞ্জ  তৃণমূল প্রার্থীদের জন্য প্রচারে নামবেন স্বয়ং তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় , প্রচারের জন্য  তিনি বাঘাযতীন যুব সংঘের মাঠে জনসভা করবেন  এমনটা জানা যাচ্ছে  ।  তৃণমূল নেত্রী পাশাপাশি একই দিনে  পাশের বেহালার পূর্ব ও পশ্চিম বিধানসভার প্রার্থীদের সমর্থনে বেহালা চৌরাস্তা  জনসভা করবেন বলে জানা গিয়েছে  ।

প্রসঙ্গ উল্লেখ্য যে  কিছুদিন আগেই পরশি রাজ্য ত্রিপুরায় পৌরভোট হয়ে গিয়েছে যেখানেই নানা রকমের অনিয়মের অভিযোগ তুলেছিল এই রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস ত্রিপুরা শাসকদল বিজেপির বিরুদ্ধে অভিযোগ তুলেছিল নানান ধরনের অশান্তি থেকে শুরু করে ভোট লুট সমস্ত কিছু নিয়ে ।  তবে এবার এ রাজ্যে ঘোষণা হয়েছে পৌরভোট  আর এই ভোটকে শান্তিপূর্ণ রাখতেই এবার দলীয় নেতাকর্মীদের কড়াবার্তা দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় যাতে বিরোধীরা আঙ্গুল তুলতে না পারে ।

তৃণমূলের সাধারণ সম্পাদক  কর্মীদের উদ্দেশ্যে বলেন – ” ভোট শান্তিতে করতে হবে, কোনওরকম হিংসা যেন না হয়। কোনও অভিযোগ যেন না আসে। গায়ের জোরে নয়, মানুষের পাশে থেকে ভোট করাতে হবে। ভোটারদের উপরই আস্থা রাখতে হবে। যা মার্জিন হবে, তাতেই সন্তুষ্ট থাকতে হবে। গায়ের জোর দেখানো বা গণ্ডগোলের একটিও অভিযোগ পেলে দল কড়া ব্যবস্থা নেবে।”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এছাড়াও তিনি আরো কড়া হুঁশিয়ারি দিয়ে বলেছেন এই নির্দেশ অমান্য হলে প্রয়োজনে বহিষ্কারের পথেই হাঁটতে পারে দল এমনকি তিনি  আরো জানিয়েছেন সংশ্লিষ্ট ওয়ার্ডএ দলের হয়ে বিরাট ব্যবধানে জিতলেও অভিযুক্তকে ছেড়ে দেওয়া হবে না ।  যারা  এই নির্বাচনে শাসক দলের হয়ে টিকিট পাননি তারা দলের সৈনিক পুরভোটে তাদেরও গুরুত্বপূর্ণ দায়িত্বে রয়েছে ।  সেই সঙ্গে জাতীয় রাজনীতির দিকে তাকিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় আরো ঘোষণা করেন যে মনে রাখতে হবে এই পুরভোটের দিকে সারাদেশ তাকিয়ে।

গণতান্ত্রিক ব্যবস্থাকে মেনে ভোট করাতে হবে কোন আত্মতুষ্টি নয় , জনগণ 5 বছরের জন্য আপনাদের দায়িত্ব দেবে তাই জনতার আস্থা অর্জন করতে হবে মানুষের সঙ্গে থাকতে হবে তাদের জন্য কাজ করতে হবে  । অর্থাৎ সার্বিকভাবে বলাই চলে এবার পুরভোটের জন্য যথেষ্ট সচেতন রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস সেখানে কোনো রকম অন্যায় অবিচারের পক্ষে নয় তৃণমুল দল  এমনটাই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথার উপর ভিত্তি করে বলাই চলে তবে এখন দেখার বিষয় এই পৌরভোটের মোড় কোন দিকে  নিতে চলেছে সেদিকে তাকিয়ে রয়েছে আমজনতা ।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!