এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > বাংলায় যে কোন মুহূর্তে মুখ্যমন্ত্রী মুখের নাম ঘোষণা করতে পারে বিজেপি? অমিত শাহের কথায় জল্পনা

বাংলায় যে কোন মুহূর্তে মুখ্যমন্ত্রী মুখের নাম ঘোষণা করতে পারে বিজেপি? অমিত শাহের কথায় জল্পনা


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – একুশের ভোটের আগে বিজেপির তরফ থেকে বাংলা দখলের হুঁশিয়ারি শোনা গেল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের তরফে। বস্তুত সামনের উৎসব মিটে গেলেই জোর কদমে লড়াইয়ে নেমে পড়বে বিজেপি। আর তাই দিল্লি থেকে বাংলা দখলের হুংকার দিয়ে অমিত শাহের কণ্ঠে শোনা গেল বাংলা নিয়ে একাধিক মন্তব্য।

তাঁর কথায়, একুশে বাংলায় পরিবর্তন আসবেই এবং বিজেপিই নতুন সরকার গড়বে। সেইসঙ্গে তিনি হুঁশিয়ার করে বলে দিলেন আইন-শৃঙ্খলা যা কিনা তৃণমূলের শাসনে প্রায় নেই বললেই চলে, তা আবারও ফিরে আসবে বাংলায়। গতকাল একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমে তিনি বলেন, তাঁরা যথেষ্টই আশাবাদী যে বিজেপি বাংলায় পরিবর্তন নিয়ে আসবে।

তবে এক্ষেত্রে বাংলায় বিজেপির আসন্ন মুখ্যমন্ত্রীর কথা উঠলে তিনি জানান, সেটা ঠিক করা গেলেও বা সেই আসন্ন মুখ্যমন্ত্রীকে সামনে রেখে লড়ার কথা ভাবা হলেও, বড় কথা হল বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাতে চায়। রাজ্যের আইন শৃঙ্খলা, দুর্নীতির শেষ করতে চায়। শুধু তাই নয়, তিনি আরও বলেন আম্ফানের সমস্ত টাকাই তৃণমূল দুর্নীতিতে নষ্ট করেছে।

আর অমিত শাহের এই কথাতেই শুরু হয়েছে তীব্র জল্পনা – তাহলে কি এবার দ্রুত বাংলায় মুখ্যমন্ত্রী মুখ ঘোষণা করতে চলেছে বিজেপি? প্রসঙ্গত, কিছুদিন আগে পর্যন্ত বিজেপির মুখ্যমন্ত্রী মুখ কে হবেন – সেই নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছিল। কিন্তু বর্তমানে একগুচ্ছ মুখের নাম ভেসে উঠেছে। সেই তালিকায় দিলীপ ঘোষ, মুকুল রায় থেকে শুরু করে স্বপন দাসগুপ্ত, তথাগত রায় হয়ে সৌরভ গাঙ্গুলি, স্বামী করকৃপানন্দ, শুভেন্দু অধিকারী প্রভৃতি হেভিওয়েতের নাম ঘোরাফেরা করছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

প্রায় প্রতি জেলাতেই বোমা তৈরীর কারখানা করা হচ্ছে। যা পরিস্থিতি তা যথেষ্ট উদ্বেগজনক। সেই সঙ্গে রাজনৈতিক নেতাদের যেভাবে খুন করা হচ্ছে এবং ভুয়ো মামলায় ফাঁসানো হচ্ছে, তাতে মমতা সরকার না গেলে সেই সমস্যার সমাধান করা সম্ভব হবে না এবং পরিস্থিতির উন্নতিও হবে না। তাই অবিলম্বে বাংলা থেকে মমতা সরকারকে সরানো প্রয়োজন।

কিন্তু তৃণমূলের রাজ্যসভার দলনেতা ডেরেক ও’ব্রায়েন, বিজেপি সভাপতির এই কটাক্ষের যোগ্য জবাব দিয়েছেন। তাঁর কথায়, “অমিত শাহজির স্বাস্থ্য নিয়ে বহু গুজব ছড়িয়েছে। ওঁর দ্রুত সুস্থতা কামনা করি। আসলে বিজেপি রাজ্যে রাজনৈতিক খুনের সংখ্যাটা বেশি করে দেখানোর জন্য এখন টিবি বা ক্যানসারে মৃত্যু হলেও রাজনৈতিক খুন বলে দাবি করছে।”

শুধু তাই নয়, তিনি আরো বলেন যে, অমিত শাহের উচিত বামেদের আমলে রাজ্যের ইতিহাস খতিয়ে দেখা। তাহলেই বুঝে যাবেন বাংলা কতদূর এগিয়েছে। সেই সঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রীকে কটাক্ষ করতে ছাড়েননি তৃণমূল সাংসদ সৌগত রায়ও।

তাঁর কথায়, “উনি বাংলার পরিস্থিতি জানেন না। ওঁর অভিযোগ ভিত্তিহীন এবং উদ্দেশ্যপ্রণোদিত। উত্তরপ্রদেশে আইনের শাসন প্রায় শেষ। অথচ, সেটা নিয়ে তিনি কিছু বলছেন না কেন?” ফলত, তৃণমূলকে বিঁধতে গেলে তারাও যে এবার পাল্টা জবাব দিতে পিছুপা হবে না, সেই কথাই শোনা যাচ্ছে বিশেষজ্ঞদের মুখে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!