এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > করোনা আবহে দরাজহস্ত মুখ্যমন্ত্রী! আবারো ভাতা বাড়ালেন এই কর্মীদের! খুশির হাওয়া রাজ্যজুড়ে

করোনা আবহে দরাজহস্ত মুখ্যমন্ত্রী! আবারো ভাতা বাড়ালেন এই কর্মীদের! খুশির হাওয়া রাজ্যজুড়ে


করোনা ভাইরাসকে আটকাতে এমনিতেই সরকারের হিমশিম দশা। তারমধ্যে লকডাউন চলায় সরকারের কোনো রোজগার না হওয়ায় কিভাবে পরিস্থিতি চলবে, তা নিয়ে চিন্তায় রয়েছেন সকলেই। ইতিমধ্যেই নানা জায়গায় পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর কর্মী ছাঁটাই হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বিভিন্ন জায়গায় এই আশঙ্কা বাস্তবায়িত হতে দেখা গেলেও, এবার কিছুটা দরাজহস্ত হতে দেখা গেল পশ্চিমবঙ্গের মা-মাটি-মানুষের সরকারকে।

সূত্রের খবর, এবার নবান্নের তরফে পৌরসভার স্বাস্থ্য কর্মীদের উৎসাহ ভাতা দেওয়ার কথা ঘোষণা করা হল। বস্তুত, করোনা ভাইরাস শুরু হওয়ার পর থেকেই রাজ্যের বিভিন্ন পৌরসভার স্বাস্থ্যকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে কারো জ্বর বা ইনফ্লুয়েঞ্জা রয়েছে কিনা, তার ব্যাপারে খোঁজখবর নিচ্ছেন। সেদিক থেকে বিভিন্ন সাংবাদিক বৈঠকে সেই স্বাস্থ্যকর্মীদের ভূয়সী প্রশংসা জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আর এবার তাদের এই অক্লান্ত পরিশ্রমের ফসল হিসেবে অতিরিক্ত 1000 টাকা করে উৎসাহ ভাতা দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে রাজ্য সরকার। প্রসঙ্গত উল্লেখ্য, ইতিমধ্যেই রাজ্য সরকারি কর্মচারীদের জন্য ঈদ এবং দুর্গাপুজোর ক্ষেত্রে অগ্রিম বোনাসের কথা ঘোষণা করেছে পশ্চিমবঙ্গ সরকার। আর এবার স্বাস্থ্য কর্মীদের জন্য উৎসাহ ভাতা দেওয়ার কথা রাজ্য সরকারের পক্ষ থেকে ঘোষণা করায় খুশি সেই সমস্ত কর্মীরা। জানা গেছে, এই অতিরিক্ত 1000 টাকা করে যে উৎসাহ ভাতা, তা জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের মাধ্যমে বিভিন্ন জায়গায় পৌঁছে যাবে।

বিশেষজ্ঞরা বলছেন, বর্তমান পরিস্থিতিতে প্রবল অর্থনৈতিক সংকট চলছে। কিন্তু তার মধ্যেও যারা জীবন মৃত্যুকে পায়ের ভৃত্য করে কাজ করছেন, তাদের মধ্যে অন্যতম এই স্বাস্থ্যকর্মীরা। তাদের উৎসাহ দেওয়া অত্যন্ত প্রয়োজনীয়। তাই সেই দিকটিকে গুরুত্ব দিয়েই পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে অর্থনৈতিক প্রতিবন্ধকতা থাকলেও, যেভাবে তাদের হাজার টাকা করে উৎসাহ ভাতা দেওয়ার কথা ঘোষণা করা হল, তাতে সেই সমস্ত কর্মীরা কাজ করার বাড়তি স্পৃহা পেলেন বলেই মত বিশেষজ্ঞদের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!