এখন পড়ছেন
হোম > অন্যান্য > লকডাউন ৪ শুরু হলেও নিজেদের গ্রাহকদের জন্য বড়সড় সুখবর ঘোষণা করল জিও-এয়ারটেল

লকডাউন ৪ শুরু হলেও নিজেদের গ্রাহকদের জন্য বড়সড় সুখবর ঘোষণা করল জিও-এয়ারটেল


করোনার জেরে গত কয়েক মাস ধরে দেশে চলছে লকডাউন। এহেন পরিস্থিতিতে রিলায়েন্স জিও গ্রাহকদের জন্য এনেছিল নয়া কিছু অফার। করোনা সংক্রমণ রুখতে কেন্দ্র সরকার ফের লকডাউনের মেয়াদ বাড়ালো। শুরু হলো চতুর্থ দফার লকডাউন। লকডাউনের জেরে অনেকেই সময় কাটানোর জন্য ভিডিও দেখছে, গেম খেলছে। আবার একাধিক সংস্থার ক্ষেত্রে চলছে “ওয়ার্ক প্রথম হোম” এর মাধ্যমে কাজ। আবার স্কুল ও কলেজ প্রতিষ্ঠানগুলোতে পড়াশোনাও চলছে ইন্টারনেট এর মাধ্যমে।

ফলত অতিরিক্ত নেট খরচ হয়েই যাচ্ছে প্রায় সকলের। সকলের এই পরিস্থিতির কথা মাথায় রেখে আগেই রিলায়েন্স জিও জন্য বেশি ডেটার প্ল্যান এনেছিল। চতুর্থ দফার লকডাউনের পর জিও ও এয়ারটেল সংস্থা আনলো আরও নতুন কিছু ডেটা প্ল্যান। দেখে নেওয়া যাক কি কি নতুন প্ল্যান এসেছে গ্রাহকদের জন্য। রিলায়েন্স জিও গ্রাহকদের জন্য তিনটি নতুন “ওয়ার্ক ফ্রম হোম” ভাউচার নিয়ে এসেছে বলে জানা গেছে। এই তিনটি ভাউচার প্ল্যানের দাম যথাক্রমে ১৫১, ২০১ এবং ২৫১ টাকা।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এই তিনটি ভাউচার প্ল্যানের ডেটা মেয়াদ যথাক্রমে ৩০ জিবি, ৪০ জিবি এবং ৫০ জিবি। লকডাউনের শুরুতেই জিও গ্রাহকদের জন্য নিয়ে আসে অফুরন্ত ডেটা অফার। সূত্র অনুযায়ী জানা যায় এসময় জিও – র তরফে জানানো হয় গ্রাহক একটি রিচার্জ করার পর সেই রিচার্জের যে মেয়াদকাল ততদিন কাজ করবে “ওয়ার্ক ফ্রম হোম” ভাউচার। চতুর্থ দফার লকডাউনে এই প্ল্যানের সাথে জিও আনলো কিছু নতুন সংযোজন। এক্ষেত্রে জিও জানায় রিচার্জের মেয়াদকাল শেষ হলেও ৩০ দিন পর্যন্ত বজায় থাকবে ভাউচারের মেয়াদ।

গ্রাহকদের সুবিধার্থে পিছিয়ে নেই এয়ারটেল সংস্থাও। এয়ারটেল গ্রাহকদের ডেটা প্যাকেও করা হলো নতুন কিছু সংযোজন। জানা গেছে ৯৮ টাকার রিচার্জের মিলত ৬ জিবি ডেটা। এই পরিস্থিতিতে এয়ারটেল একই রিচার্জের ডেটার পরিমাণ বাড়িয়ে করলো ১২ জিবি যদিও সময়ের মেয়াদ ২৮ দিনই রয়েছে। অন্যদিকে প্রিপেড রিচার্জের ক্ষেত্রে সংযুক্ত করা হয়েছে অতিরিক্ত টকটাইম। এমনটাই এয়ারটেল সংস্থা তরফে জানানো হয়েছে।

দেখে নেওয়া যাক কি কি সংযুক্তি করণ করা হয়েছে। ৫০০ টাকার রিচার্জের ক্ষেত্রে আগে টকটাইম মিলত ৪২৩.৭৩ টাকা বর্তমানে তা বেড়ে দাঁড়িয়েছে ৪৮০ টাকা। ১০০০ টাকার রিচার্জের ক্ষেত্রে টকটাইম ছিল ৮৪৭.৪৬ যা বেড়ে হয়েছে ৯৬০ টাকা এবং ৫০০০ টাকার রিচার্জের ক্ষেত্রে টকটাইম ছিল ৪,২৩৭ টাকা যেটাতে সংযুক্তি করণের পর টকটাইম বেড়ে দাঁড়িয়েছে ৪৮০০ টাকা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!