এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > তৃণমূলে পদ পেতে চলছে টাকার ‘লেনদেন’? দলীয় নেতার বিস্ফোরক অভিযোগে টালমাটাল ঘাসফুল পরিবার!

তৃণমূলে পদ পেতে চলছে টাকার ‘লেনদেন’? দলীয় নেতার বিস্ফোরক অভিযোগে টালমাটাল ঘাসফুল পরিবার!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – সম্প্রতি সিঙ্গুরের তৃণমূলের ব্লক সভাপতি পরিবর্তন নিয়ে সমস্যার কথা সামনে এসেছিল। সেখানে জানা যায়, সম্প্রতি জেলা তৃণমূল নেতৃত্ব সিঙ্গুরের বিধায়ক তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী রবীন্দ্রনাথ ভট্টাচার্যের অনুগামী হিসেবে পরিচিত মহাদেব দাসকে সরিয়ে সম্প্রতি বেচারাম মান্নার এক ঘনিষ্ঠ ব্যক্তি হিসেবে পরিচিত গোবিন্দ ধাড়াকে সভাপতি পদে বসায়। আর তাতেই রবীন্দ্রনাথ ভট্টাচার্য ক্ষেপে দল ছাড়ার হুমকিও দেন বলে জানা যায়।

তথ্য সূত্রে জানা গেছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বুধবার রাতে বেচারাম মান্নার সঙ্গে ফোনে কথা বলেন। আর সেখানে যে মহাদেব দাসকেই আবারও ব্লক সভাপতি পদে ফেরানোর নির্দেশ দেওয়া হয়, সেটা বলতে অপেক্ষা রাখে না। আর সেখানে সম্ভবত তিনি আপত্তি করার চেষ্টা করলে তিনি যে সামনের ভোটে হরিপালে টিকিট পাবেন না, সেই বার্তাও সম্ভবত তাঁকে দেওয়া হয়।

আর তাতেই সম্ভবত আরও রেগে তিনি বিধায়ক পদে অবিলম্বে ইস্তফা দেওয়ার সিদ্ধান্ত নেন। সেই অনুযায়ী দুপুরে বিধানসভায় গিয়ে বেচারাম মান্না ইস্তফা জমাও দিয়েছিলেন বলে জানা গেছে। সেইসঙ্গে তাঁর ইস্তফা দেওয়ার পরই তাঁর অনুগামীরাও ইস্তফা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন বলে জানা যায়। তবে এমন পরিস্থিতিতে কমিটিতে টাকার বিনিময়ে পদ পাইয়ে দেবার অভিযোগ করতে দেখা গেল তারকেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতিকে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এদিন তিনি জানান, ”আমার কাছে এরকম প্রমাণ আছে যে, পদ পাবার জন্য টাকা পয়সার লেনদেন হচ্ছে। আমি প্রমাণ-সহ এটা বলতে পারি যে, টাকা দিয়ে পদ কেনার চেষ্টা হয়েছে। লোভ দেখানো হয়েছে। তবে টাকা দিয়েছে কি না বলতে পারব না। কিন্তু পদ দেবার জন‍্য টাকার অফার করা হয়েছে।” শুধু তাই নয়, তাঁর বক্তব্য অনুযায়ী, যে নতুন কমিটি হয়েছে তাতে অনেক নতুন মুখ আছে। যাঁদের অনেকে চেনেনা।

তবে রাজনৈতিক দিক থেকে বিচার করে দেখতে গেলে, যাঁরা দলের নেতা হন, তাঁরা শুধু দলেরই নন জননেতা হিসেবেই পরিচিত হন। কাজেই মানুষের সুখে দুঃখে তিনি সঙ্গে থাকবেন সেইটাই কাম্য। তিনি তাই মমতা ব‍্যানার্জীর কাছে অনুরোধ করেছেন, যাতে তিনি এই কমিটিকে পুনঃবিবেচনা করেন। সেই সঙ্গে তারকেশ্বরের নির্বাচিত ব্লক সভাপতি অশোক হাজরার বিরুদ্ধে সরাসরি অভিযোগ করেছেন তিনি।

তাঁর কথায়, ”বর্তমান ব্লক সভাপতি কোনরকম ভাবেই সহযোগিতা করেন না। কোন দিন আমার সঙ্গে সম্মান দিয়ে ব‍্যবহার করেন না। উনি আধিকারিকদের সামনেই ওরা -আমরা বলে বিভেদ সৃষ্টি করেন।” তবে এরই সঙ্গে তাঁদের আর্জি মানা না হলে ভবিষ্যতে তাঁরা দল ছাড়বেন বলেও জানিয়ে দেন। তবে এক্ষেত্রে জেলা সভাপতি দিলীপ যাদবের কথায়, কারো কমিটি নিয়ে ক্ষোভ বিক্ষোভ থাকতেই পারে। আর সেক্ষেত্রে তা দলের মধ্যেই আলোচনা করা শ্রেয় বলেই জানিয়েছেন তিনি।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!