এখন পড়ছেন
হোম > অন্যান্য > চোখ রাঙাচ্ছে করোনার তৃতীয় ঢেউ, তৃতীয় ঢেউ থেকে শিশুদের রক্ষা করতে বিশেষ পদক্ষেপ রাজ্য সরকারের

চোখ রাঙাচ্ছে করোনার তৃতীয় ঢেউ, তৃতীয় ঢেউ থেকে শিশুদের রক্ষা করতে বিশেষ পদক্ষেপ রাজ্য সরকারের


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – সম্প্রতি, করোনার দ্বিতীয় ঢেউ অনেকটা স্তিমিত হয়ে এসেছে। দৈনিক সংক্রমনের পরিমাণ ও দৈনিক মৃত্যুর পরিমাণ অনেকটা কমে এসেছে। গত ২৪ ঘন্টায় দেশের নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন মোট ৩৭ হাজার ৫৬৬ জন। গত ২৪ ঘণ্টায় মৃত্যু ঘটেছে মোট ৯০৭ জন মানুষের। কিন্তু এর মধ্যেই আবার করোনার তৃতীয় ঢেউয়ের আশঙ্কা রয়েছে।

একাধিক বিশেষজ্ঞরা জানিয়েছেন, করোনার তৃতীয় ঢেউ শিশুদের ওপর তীব্র আঘাত হানতে পারে। একাধিক বিশেষজ্ঞ আশঙ্কা করছেন, আগামী সেপ্টেম্বর মাসের মধ্যে করোনার তৃতীয় ঢেউ আছড়ে পড়তে পারে। তৃতীয় ঢেউয়ের হাত থেকে শিশুদের রক্ষা করতে বেশকিছু আগাম পদক্ষেপ নিল রাজ্য স্বাস্থ্য দপ্তর।

করোনার তৃতীয় ঢেউয়ে শিশুরা আক্রান্ত হলে তাদের জন্য হাসপাতালে বিশেষ ব্যবস্থা করা হচ্ছে। শিশুর বয়স যদি ১৪ থেকে ১৮ বছরের মধ্যে হয়, তবে তার সঙ্গে তার মা-বাবাকেও রাখার ব্যবস্থা করতে চলেছে হাসপাতাল। করোনা আক্রান্ত শিশুটি যদি ছেলে হয়, তবে তাকে হাসপাতালের পুরুষ ওয়ার্ডে ভর্তি করা হবে, তার সঙ্গে থাকতে পারবেন তার বাবা। আর, শিশুটি যদি মেয়ে হয়, তবে তাকে মহিলা ওয়ার্ডে ভর্তি করা হবে, তার সঙ্গে থাকতে পারবেন তার মা। কিন্তু তার বাবা-মা দুজনেই যদি করোনা আক্রান্ত হয়ে পড়েন, কিংবা কোন শিশুর যদি পিতা-মাতা না থাকে, তার জন্যও বিশেষ ব্যবস্থা নিতে চলেছে স্বাস্থ্য দপ্তর।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

বাবা-মা দুজনেই অসুস্থ হলে বা অনাথ শিশুদের দেখভালের জন্য কোভিড ওয়ারিয়র থাকবেন সমস্ত ওয়ার্ডে। রাজ্যের হাসপাতালে এজন্য কয়েকজন কোভিড ওয়ারিয়রকে সম্প্রতি নিয়োগ করা হবে। আবার করোনা আক্রান্ত শিশুদের যাতে দ্রুত ও সহজে হাসপাতালে আনা যায়, তার জন্য স্পেশাল অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করতে চলেছে রাজ্য স্বাস্থ্য দপ্তর। এই সমস্ত অ্যাম্বুলেন্সে অত্যাধুনিক পরিষেবা থাকবেন। অ্যাম্বুলেন্সে একজন নার্স থাকবেন, যিনি সমস্ত কিছুর দায়িত্ব নিতে পারবেন।

শিশুরা করোনা আক্রান্ত হলে তার তীব্র শ্বাসকষ্ট অন্যান্য সমস্যা দেখা দিতে পারে, সেক্ষেত্রে তাদের হাসপাতালে নিয়ে যাওয়ার সময় ভেন্টিলেটরের প্রয়োজন হতে পারে। তাই ভেন্টিলেটরের সুবিধাযুক্ত অত্যাধুনিক কিছু অ্যাম্বুলেন্সে আনতে চলেছে রাজ্য স্বাস্থ্য দপ্তর। কলকাতা সহ একাধিক জেলা হাসপাতালে ভেন্টিলেটর পরিষেবা যুক্ত অত্যাধুনিক অ্যাম্বুলেন্স চালু করা হবে। এই অ্যাম্বুলেন্সে শিশুর সঙ্গে সঙ্গে তার মাও যাতে হাসপাতালে যেতে পারেন, তার জন্য আলাদা ব্যবস্থা থাকবে।

এই ধরনের ভেন্টিলেটরের সুবিধাযুক্ত অ্যাম্বুলেন্স রাজ্যে এখনও পর্যন্ত নেই। জানা গেছে, ভেন্টিলেটর ছাড়াও অন্যান্য সমস্ত সুবিধা থাকবে এই অ্যাম্বুলেন্সে। অ্যাম্বুলেন্স থাকবেন একজন দক্ষ নার্স। যিনি সমস্ত কিছুর দায়িত্ব নিতে পারবেন। এভাবেই করোনার তৃতীয় ঢেউ থেকে শিশুদের রক্ষা করতে একাধিক পদক্ষেপ নিতে চলেছে রাজ্য সরকার। অন্যদিকে, করোনার তৃতীয় ঢেউ রুখতে দ্রুত টিকাকরণের ওপর জোর দেওয়ার নির্দেশ দিয়েছেন একাধিক বিশেষজ্ঞ।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!