এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > গেরুয়া শিবিরে ক্রমশ প্রভাব বাড়ছে শুভেন্দু অধিকারীর, এবার নিতে চলেছেন দলের বিশেষ দায়িত্ব

গেরুয়া শিবিরে ক্রমশ প্রভাব বাড়ছে শুভেন্দু অধিকারীর, এবার নিতে চলেছেন দলের বিশেষ দায়িত্ব


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বিজেপিতে দিনে দিনে প্রভাব বাড়ছে শুভেন্দু অধিকারীর। মুখ্যমন্ত্রীকে নন্দীগ্রামে পরাস্ত করে জয়েন্ট কিলারের অভিধা পেয়েছেন তিনি। এরপর বিরোধী দলনেতার দায়িত্ব নিয়েছেন শুভেন্দু অধিকারী। তাঁর লড়াকু মনোভাব ও জন ভিত্তির উপর আস্থা বাড়ছে দলের কেন্দ্রীয় নেতৃত্বের। আর এবার দলের নবাগত বিধায়কদের প্রশিক্ষণের দায়িত্বে থাকতে চলেছেন শুভেন্দু অধিকারী।

দলের একজন অভিজ্ঞ বিধায়ক রূপে দলের নবাগত বিধায়কদের সঙ্গে বৈঠকে বসতে চলেছেন শুভেন্দু অধিকারী। আগামী ৩ রা জুলাই। যেখানে বিধানসভার নবাগত বিজেপি বিধায়কদের প্রশিক্ষণ দেবেন তিনি। বিধানসভার অধিবেশন চলাকালীন কি কি করা উচিত? কাকে কোন দায়িত্ব পালন করতে হবে? এই সমস্ত বিষয়ে নবাগত বিধায়কদের প্রশিক্ষণ দিতে চলেছেন শুভেন্দু অধিকারী। হেস্টিংসের নির্বাচনী কার্যালয়ে এই বৈঠকের আয়োজন হবে বলে, খবর গেরুয়া সূত্রে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সাধারণত, এ ধরণের বৈঠক বিধানসভায়ই হয়ে থাকে, তবে এবার এই বৈঠক হতে চলেছে হেস্টিংসে। বিধানসভার পরিবর্তে হেস্টিংসে কেন এই বৈঠক হতে চলেছে? এ প্রসঙ্গে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন যে, বিধানসভায় যারা নবাগত রয়েছেন, তাঁদেরকে বিশেষ প্রশিক্ষণ দিতে এই বৈঠকের আয়োজন করা হয়েছে। আবার অনেকে মনে করছেন যে, সম্প্রতি বিজেপিতে গোষ্ঠী কোন্দল তীব্র হয়ে উঠেছে। বিজেপির সকল বিধায়ক যে বিরোধী দলনেতার সঙ্গে ঐক্যমত রাখবেন, তা নাও হতে পারে। তাই তাদের একত্রে এনে তাদের বিশেষ বার্তা দিতে পারেন শুভেন্দু অধিকারী।

এদিকে সম্প্রতি বিজেপির পরিষদীয় নেতাদের সঙ্গে বৈঠক করেছিলেন শুভেন্দু অধিকারী। আগামী ৩ রা জুলাইয়ের বৈঠক নিয়ে বিজেপি বিধায়ক মনোজ টিগ্গা জানালেন যে, পরিষদের আলোচনায় রাজনৈতিক কিছু বিষয় থাকবে। এ কারণেই এ বিষয়ে আলোচনার জন্য বিধানসভার পরিবর্তে বৈঠক করা হচ্ছে হেস্টিংস কার্যালয়ে।

প্রসঙ্গত, দিনেদিনে দলের শীর্ষ নেতৃত্বের আস্থাভাজন হয়ে উঠছেন শুভেন্দু অধিকারী। দলে তাঁর প্রভাব বাড়তে শুরু করেছে। বারবার তাঁকে তলব করা হচ্ছে দিল্লিতে। এদিকে জননেতা হিসেবে তাঁর যেমন খ্যাতি রয়েছে, তেমনি দক্ষ সংগঠক হিসেবেও খ্যাত তিনি। তাই, বিধানসভা নির্বাচনের পর দলের টালমাটাল পরিস্থিতিতে দলের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে চলেছেন শুভেন্দু অধিকারী, প্রশিক্ষণ দিতে চলেছেন দলের নবাগত বিধায়কদের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!