এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > বড়সড় ধাক্কা রাজ্যের চাকরি প্রার্থীদের জন্য, অত্যন্ত হতাশ সংশ্লিষ্ট মানুষজন!

বড়সড় ধাক্কা রাজ্যের চাকরি প্রার্থীদের জন্য, অত্যন্ত হতাশ সংশ্লিষ্ট মানুষজন!


আপনাদের সুবিধার্থে খবরের শেষে বিধানসভা ২০২১ উপলক্ষে আমাদের করা সর্বশেষ সমীক্ষার প্রতিটির লিঙ্ক দেওয়া আছে।

আপনার মতামত জানান -

প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – আবার থমকে গেল রাজ্যে উচ্চ প্রাথমিকের নিয়োগ প্রক্রিয়া। যেখানে ইতিমধ্যেই নির্বাচনের আগে কর্মসংস্থান নিয়ে বিরোধীদের কটাক্ষের মধ্যে পড়তে হচ্ছিল সরকারকে, সেখানে এই ঘটনা বিরোধীদের মুখে নতুন বিষয় যোগান দিয়েছে বলেই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। জানা গেছে কলকাতা হাই কোর্টে উচ্চ প্রাথমিকের নিয়োগ প্রক্রিয়া খারিজ করা হয়েছে।

সেখানে মামলাটি কলকাতা হাই কোর্টের বিচারপতি মৌসুমী ভট্টাচার্য খারিজ করেছেন বলে জানা গেছে। জানা গেছে, প্যানেল থেকে শুরু করে মেধাতালিকা সবই বাতিল করে দেওয়া হয়েছে। শুক্রবার এই রায়ে মামলাকারীরা অত্যন্ত খুশি হয়েছেন বলে জানা গেছে। তবে প্রকৃতই যাঁরা পাশ করেও চাকরি পেলেন না তাঁরা এই রায়ে অত্যন্ত হতাশ হয়েছেন, সে কথা বলাই বাহুল্য।

আপনার মতামত জানান -

অন্যদিকে, এ বিষয়ে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বলেন, “আমি এখন কিছু বলব না। সব খোঁজখবর নিয়ে তারপর জানাব।” বস্তুত, উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগের জন্য ২০১১ ও ২০১৫ সালে টেট হয়েছিল।টিচার এলিজিবিটি টেস্ট বা টেট পরীক্ষায় উত্তীর্ণ পরীক্ষার্থীদের ভেরিফিকেশনের জন্য ২০১৬ সালে বিজ্ঞপ্তি জারি হয়।

ওই তালিকাকে চ্যালেঞ্জ করে ২০১৯ সালে কলকাতা হাই কোর্টে মামলা হয়। মামলাকারীরা অভিযোগ করেন যে যাঁরা যোগ্য নন তাঁদেরও তালিকায় নাম রয়েছে। সেইসঙ্গে আর্থিক কারচুপির অভিযোগও ওঠে। এরপর মামলাটি কলকাতা হাই কোর্টের বিচারপতি মৌসুমী ভট্টাচার্যের এজলাসে যায়।

সেই মামলাতেই সম্প্রতি এই রায় দিয়ে তিনি বলেন, “শিক্ষক নিয়োগ অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। কারণ শিক্ষকের উপরেই ছাত্রছাত্রীদের ভবিষ্যত্‍ নির্ভর করে। টেটে যাঁদের নাম এসেছে তাঁরা সকলে যথাযথ নন। তাই মামলাকারীদের দাবি মেনে বাতিল করা হল সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়া।”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অন্যদিকে, নতুন নির্বাচন প্রক্রিয়া আগামী বছরের ৪ জানুয়ারি থেকে শুরু করতে হবে বলেও হাই কোর্ট নির্দেশ দিয়েছে বলে জানা গেছে। সেখানে ৫ এপ্রিলের মধ্যে তা শেষ করতে হবে বলেও জানান হয়েছে। এছাড়াও অন্যান্য প্রক্রিয়া ১০ মে’র মধ্যে শেষ করতে হবে বলে জানিয়েছে কলকাতা হাই কোর্ট।

অন্যদিকে, কলকাতা হাই কোর্টের এই রায়ে যথেষ্ট খুশি হয়েছেন মামলাকারীরা। এদিন মামলাকারীদের আইনজীবী ফিরদৌস শামিম জানান, তাঁরা সত্যের জয় বলেই বিষয়টিকে দেখছেন। তবে কলকাতা হাই কোর্টের এই রায়কে চ্যালেঞ্জ করে ইতিমধ্যেই রাজ্য সরকার ডিভিশন বেঞ্চে যাচ্ছে বলেও জানান হয়েছে।

একনজরে দেখে নিন আমাদের সর্বশেষ বিধানসভা ২০২১ ওপিনিয়ন পোল –

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – দ্বিতীয় পর্ব – 

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – প্রথম পর্ব – 

# মালদহ জেলার ওপিনিয়ন পোল –

# দক্ষিণ দিনাজপুর জেলার ওপিনিয়ন পোল –

# উত্তর দিনাজপুরে জেলার ওপিনিয়ন পোল –

# জলপাইগুড়ি ও কালিম্পঙ জেলার ওপিনিয়ন পোল –

# আলিপুরদুয়ার ও দার্জিলিং জেলার ওপিনিয়ন পোল –

# কুচবিহার জেলার ওপিনিয়ন পোল –

আপনার মতামত জানান -
আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!