এখন পড়ছেন
হোম > জাতীয় > বিহারের রাজনৈতিক চিত্রে নাটকীয় পরিবর্তন? NDA জোটে তীব্র ডামাডোল? সরকার গড়তে পারেন তেজস্বী?

বিহারের রাজনৈতিক চিত্রে নাটকীয় পরিবর্তন? NDA জোটে তীব্র ডামাডোল? সরকার গড়তে পারেন তেজস্বী?


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – ভোটের আগে তেজস্বী যাদবকে বলতে শোনা গিয়েছিল বিহারে এবারের সরকার গড়বে মহাজোট। তবে দাবার কোন চালে সেই অসম্ভব সম্ভব হবে সেই নিয়ে জল্পনা শুরু হয়েছিল এনডিএ জয়ী হবার পর। বস্তুত এনডিএ জোট ভাঙলেই সরকার গঠনের দিকে মহাজোট এগোতে পারবে বলেই মনে করেছিলেন তিনি। সেক্ষেত্রে আরজেডি বিধায়কদের পাটনা ছাড়তে বারণ করতে দেখা গিয়েছিল তাঁকে।

তবে তাঁর সেই ভবিষ্যৎবাণী নিয়ে অনেকে মজা মশকরা করলেও সেটা সত্যি করেই এবার এনডিএ জোটে সমস্যা তৈরি করতে দেখা গেছে হাম পার্টির জিতেনরাম মাঝিকে।বস্তুত, এবারের বিহার বিধানসভা নির্বাচনে জিতেনরাম মাঝির হাম পার্টি ৫ টি আসন পেয়েছে। যাকে কেন্দ্র করেই বিহারে ম্যাজিক ফিগার ১২২ টি আসনের থেকে মাত্র ৩ টি আসন পেয়ে এগিয়ে থাকতে পেরেছে এনডিএ জোট।

ফলে একটু গড়বড় মানেই যে এনডিএ জোট সরকার গড়ার ক্ষেত্রে সমস্যায় পড়বে সেকথা বলাই বাহুল্য। অন্যদিকে ইতিমধ্যেই ১১০ টি আসন পেয়ে বসে আছে মহাজোট। আর এমন পরিস্থিতিতে জিতেনরাম মাঝি বিহার রাজনীতিতে নতুন সমস্যা তৈরি করেছেন বলে জানা গেছে। তবে সেক্ষেত্রে কি সমস্যা হয়েছে? জানা গেছে, তিনি এনডিএ জোটের শরিক হয়ে ভোটে লড়লেও এখন তিনি এনডিএর মন্ত্রী হবেন না বলেই জানিয়ে দিয়েছেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আর এখানেই তৈরি হয়েছে নতুন জল্পনা। এনডিএ থেকে তবে জীতেনরাম দূরত্ব বাড়াতে চাইছেন বলেই মনে করছেন অনেকে। বস্তুত, একটা সময় নীতিশ কুমারের অনুগত থাকলেও পরে জিতেনরাম জেডিইউ ছেড়ে হাম পার্টি বানান বলেই জানা গেছে। আর সেখানে অন্তর্দ্বন্দ্বের কথাই সামনে এসেছে। আর এবার নির্বাচনে তাই তাঁকে এনডিএ জোটের সঙ্গে জোট বেঁধে লড়াই করতে দেখা গেছে।

তবে চিরাগ পাসোয়ানের মতো নীতিশ কুমারকে নিয়ে তিনি সমস্যা তৈরি করেননি বলেই জানা গেছে। তবে নির্বাচনের আগে এবং পরে বিজেপি জানিয়ে দিয়েছিল যে বিহারে এনডিএ জোটের মুখ্যমন্ত্রী হবেন নীতিশ কুমারই। তাই নির্বাচন শেষে দিল্লিতে এনডিএ বৈঠকে নীতিশ কুমারের অবস্থান অত্যন্ত গুরুত্ব সহকারে বিবেচনা করা হচ্ছে বলেই জানা গেছে।

সেক্ষেত্রে নীতিশ কুমার যদি নিজে বিহারের মুখ্যমন্ত্রী হতে না চান তাহলে এনডিএর তরফে জোর করা হবে না বলেও জানান হয়। তবে তার আগে জিতেনরামের এই বক্তব্য দলকে নতুন সমস্যাতে ফেলেছে বলেই মনে করা হচ্ছে। তাই এরপর এনডিএ জোট বিহারে সরকার গড়লেও যে অশান্তি থেকেই যাবে সেই আশঙ্কাই করতে দেখা গেছে বিভিন্ন রাজনীতিবিদদের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!