এখন পড়ছেন
হোম > জাতীয় > পদত্যাগের পাশাপাশি দলীয় সদস্যপদও ত্যাগ করলেন হেভিওয়েট কংগ্রেস নেতা, বিজেপি যোগের জোর জল্পনা

পদত্যাগের পাশাপাশি দলীয় সদস্যপদও ত্যাগ করলেন হেভিওয়েট কংগ্রেস নেতা, বিজেপি যোগের জোর জল্পনা


ফের বড়সড় ধাক্কা খেলো জাতীয় কংগ্রেস। জানা যাচ্ছে রাজ্যসভার সাংসদ তথা কর্নাটকের বিশিষ্ট কংগ্রেস নেতাকে সি রামমূর্তি রাজ্যসভা থেকে নির্দিষ্ট মেয়াদ শেষ হওয়ার আগেই পদত্যাগ করলেন। শুধু তাই নয় তিনি দলীয় সদস্য পদও ত্যাগ করেছেন। আর তাঁর এই পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাজ্যসভার চেয়ারম্যান এম নাইডু। যার জেরেই শুরু জোর জল্পনা তবে কি এবার বিজেপির দিকে পা বাড়ালেন কংগ্রেস নেতা ?

এই নিয়ে তিনি সংবাদমাধ্যমকে জানিয়েছেন তিনি অমিত শাহ এবং দলীয় বিজেপির দলীয় নেতৃত্বের সঙ্গে কথা বলেই পদত্যাগ করেছেন। তবে এখনই বিজেপিতে তিনি যোগদান নিয়ে কিছু ভাবেনি। পাশাপাশি তিনি বিজেপি জল্পনা বাড়িয়ে বলেন তিনি দেশের জন্য, দেশের উন্নতির জন্য কাজ করতে চান। তাই বিজেপি যদি আগ্রহী হয় তবে তার দক্ষতাকে কাজে লাগাতে পারে। সাথেই তিনি জানান যে তিনি দুদিন বাদে তাঁর আগামী পদক্ষেপ ঠিক করবেন।

 

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

ঠিক কি কারণে তিনি পদত্যাগ করলেন এই প্রশ্নের উত্তরে তিনি বলেন তারপরও দল ও পদ ছাড়ার প্রথম কারণ হল কংগ্রেসের মধ্যে থাকা বিভিন্ন সমস্যা। বারবার বলা সত্ত্বেও সেই সব সমস্যার কোন সমাধান করেননি সভাপতি সোনিয়া গান্ধী ও শীর্ষ নেতৃত্ব। যার ফলে তিনি আশাহত হয়েছেন এবং কংগ্রেস ও রাজ্যসভার ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে।

এদিকে এর ফলে রাজ্যসভার কংগ্রেসের বর্তমান সদস্য সংখ্যা কমে দাঁড়ালো 45 । সামনে বিধানসভা ভোট আর তার আগেই বিশিষ্ট কংগ্রেস নেতার রাজ্যসভা ও দল ত্যাগ করে স্বাভাবিকভাবেই চাপে পড়ল কংগ্রেস বলেই মনে করছে রাজনৈতিক মহল।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!