এখন পড়ছেন
হোম > রাজ্য > বিজেপির ‘মাইলেজ’ পাওয়া আটকাতে রাজ্যপালের দুর্গাপুর যাত্রাও বাতিল করল নবান্ন

বিজেপির ‘মাইলেজ’ পাওয়া আটকাতে রাজ্যপালের দুর্গাপুর যাত্রাও বাতিল করল নবান্ন


ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে পশ্চিম বর্ধমানের রানিগঞ্জে দুই রাজনৈতিক দলের হানাহানিতে গুরুতর জখম পুলিশ আধিকারিককে দেখতে রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী দুর্গাপুর যেতে চাইলে রাজ্য সরকারের তরফে তা নাকচ করা হয়। এই সিদ্ধান্তের কারণ হিসেবে রাজ্য সরকারের তরফে জানানো হয় ঘটনাস্থলে উত্তেজনা ও রাজ্যপালের নিরাপত্তার কথা বিচার করে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।একটি প্রেস বিজ্ঞপ্তিরর মাধ্যমে রাজ্যপালের তরফে একথা জানানো হয়েছে ।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

প্রসঙ্গত, গত সোমবার থেকে রামনবমীর মতো ধর্মীয় অনুষ্ঠান উদযাপনকে কেন্দ্র করে উত্তপ্ত পশ্চিম বর্ধমানের রানিগঞ্জ। গোষ্ঠী সংঘর্ষের জেরে ওই এলাকা সেদিনই রণক্ষেত্রের আকার নিয়েছিল। ঘটনার দিন দুষ্কৃতিদের ছোঁড়া বোমার আঘাতে জখম হন আসানসোল-দুর্গাপুর কমিশনারেটের ডিসি (সদর) অরিন্দম দত্ত চৌধুরী । তিনি বর্তমানে দুর্গাপুরের মিশন হাসপাতালে চিকিৎসাধীন। এই ঘটনার পরে এলাকা কার্যতই চুপচাপ। যদিও রাজনৈতিক মহল এই ঘটনাকে নিজেদের বিশ্লেষনে জানাচ্ছেন রাজ্য প্রশাসন আন্দাজ করেছিলো রাজ্যপাল ঘটনাস্থলে গেলে বিজেপি বাড়তি সুবিধা পেয়ে যেতে পারে । আর রাজ্য পুলিশ প্রশাসনের সমালোচনায় রাজ্যপালের করা কোনো মন্তব্য শাসক শিবিরের সমস্যার কারণ ও হতে পারে। তাই শুধুমাত্র রাজ্যপালের নিরাপত্তাজনিত উদ্বেগ দেখিয়ে রাজ্যপালের দুর্গাপুর সফরের ইচ্ছা মুলতুবি করা হলো।অন্যদিকে বিজেপির দাবি যে রাজ্যপালকে মমতা বন্দ্যোপাধ্যায় ইচ্ছাকরে যেতে দেন নি কেননা তিনি ওখানে গেলে বিজেপি যে ঠিক বলছে তা প্রমান হয়ে যাবে আর তাতে বিজেপি অ্যাডভান্টেজ ও পাবে তাই রাজ্যপালকে যেতে দেওয়া হচ্ছে না।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!