তৃণমূলের ‘গোপন-ভোটই’ কি বাংলায় বিজেপির অস্ত্র হয়ে উঠতে চলেছে? রাজ্য March 29, 2018 পশ্চিমবঙ্গের শাসকদল তৃণমূল কংগ্রেসের জনপ্রিয় স্লোগান ‘চুপচাপ ফুলে ছাপ’ এর সাথে পাল্লা দিয়ে স্লোগান তৈরী করলো গেরুয়া শিবির। এই স্লোগান টি হলো ‘পিঠ বাঁচাতে দিদি- দেশ বাঁচাতে মোদী’। আর সাধারণ মানুষ জনের কাছে এই স্লোগানের জনপ্রিয়তা ও গ্রহনযোগ্যতা বৃদ্ধি করতে তৎপর হয়ে উঠলো বিজেপি দল। দীর্ঘ দিনের বাম শাসনের অবসান ঘটিয়ে ২০১১ সালের বিধানসভা নির্বাচনে এই দলীয় স্লোগানের ওপর ভিত্তি করেই ক্ষমতায় আসে রাজ্যের তৃণমূল কংগ্রেস সরকার । তাই এই রাজ্যে ক্ষমতায় আসার জন্যে দলীয় স্লোগান রচনায় নজর দিলেন গেরুয়া বাহিনী। আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে গেরুয়া শিবির নির্মিত এই নতুন স্লোগান প্রসঙ্গে রাজ্য বিজেপির কিষাণ মোর্চার সভাপতি রামকৃষ্ণ পাল বললেন, ”পিঠ বাঁচাতে দিদি দেশ বাঁচাতে মোদী। উত্তরবঙ্গে আমাদের কমিটির বিভিন্ন বৈঠকে এই স্লোগান নিয়ে এখন আলোচনা চলছে।আগামী দিনে সাধারণ মানুষের কাছে এই স্লোগান গ্রহণযোগত্যা পাবে।” ‘চুপচাপ ফুলে ছাপ’, এই স্লোগানের পালটা হিসাবে ‘পিঠ বাঁচাতে দিদি দেশ বাঁচাতে মোদী’কে যাতে প্রচারের আলোয় নিয়ে আসা হয়, তার জন্য চেষ্টা চলছে।” প্রসঙ্গত,যখন বাম আমলের আবাসন হয়েছিল তখন তৃণমূলের তরফে একটা প্রচার চলেছিল গোপনে আর সেটা হলো ‘চুপচাপ ফুলে চাপ’ তখন পরিস্থিতি যা ছিল তৃণমূল কাররা অপরাধে খুন হতে হয়েছে অনেক তৃণমূল কর্মীকে। তাই সেই রক্তগঙ্গা আর যাতে না বয় তাই এই স্লোগান তুলে প্রচার করেছিল আর তাই কিছু না বুঝেই বামফ্রন্ট আকাশ থেকে পড়েছিল মাটিতে। আর মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের শিখরে বসেছেন। এবার সেই স্লোগান তুলে বিজেপিও নিজেদের ঘর গোছাতে চাইছে। তারা এখন ‘পিঠ বাঁচাতে দিদি- দেশ বাঁচাতে মোদী’ এই স্লোগান তুলে প্রচার চালাচ্ছে। কিন্তু ভেতরে ভেতরে ওই ‘চুপচাপ ফুলে চাপ’ রীতিই অবলম্বন করতে চলেছে। কেননা বিজেপির মতে রাজ্যে বিজেপিকে আটকাতে বার বার মুখ্যমন্ত্রী সিপিআইএম-এর পথ অনুসরণ করছেন, তৈরী করেছেন সন্ত্রাসের বাতাবরণ,আর তাই তার থেকে সাধারণ মানুষকে বাঁচাতে বিজেপি দিদির সেই পরিবর্তনের পথ ধরেছে। তবে চুপচাপ ফুলে ছাপ এর রীতি আবার কার্যকরী হয় কিনা তও এখন দেখার। আপনার মতামত জানান -