এখন পড়ছেন
হোম > অন্যান্য > আলিয়া ভাটকে খুন ও ধর্ষণের হুমকি! তাঁর দিদির বিস্ফোরক অভিযোগে তীব্র শোরগোল গোটা দেশ জুড়ে!

আলিয়া ভাটকে খুন ও ধর্ষণের হুমকি! তাঁর দিদির বিস্ফোরক অভিযোগে তীব্র শোরগোল গোটা দেশ জুড়ে!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর বেশ অনেকদিন পেরিয়ে গেছে। কিন্তু এখনো পর্যন্ত সুশান্তের অনুরাগীরা তাঁকে যে বিন্দুমাত্র ভুলতে পারেনি তার নজির সোশ্যাল মিডিয়াতে প্রায় প্রতিদিন পাওয়া যাচ্ছে। সোশ্যাল মিডিয়া জুড়ে এখনো শুধুই সুশান্ত রাজপুত। তারপর নতুন করে আবারও সুশান্ত সংবাদ শিরোনাম এসেছে তাঁর নতুন ছবি ডিজিটাল প্লাটফর্মে মুক্তি পাওয়ার খবরে। সুশান্তের অনুরাগীরা এখনো মেনে নিতে পারেননা সুশান্তের মৃত্যু। সুশান্তের মৃত্যু নিয়ে ‘হত্যা না আত্মহত্যা’ সে বিতর্ক কিন্তু এখনো অব্যাহত।

কিন্তু তার মধ্যেই নেপোটিজম শব্দটি বহুল ব্যবহৃত হয়েছে সুশান্তের মৃত্যুর পর। আর তার সাথেই বলিউডের নামজাদা ব্যক্তিত্বদের সাধারণের ক্ষোভের মুখে পড়তে হয়েছে। আর এদিন আরও বড় বিস্ফোরণ করলেন আলিয়া ভাটের দিদি শাহিন ভাট। এদিন আলিয়ার দিদি শাহীন ভাট জানিয়েছেন, আলিয়াকে ইন্সটাগ্রামে খুন ও ধর্ষণের হুমকি দিয়েছে সুশান্ত সিং রাজপুতের অনুরাগীরা। প্রমাণ হিসেবে তিনি নিজের ইনস্টাগ্রাম পোষ্টের কমেন্ট এর স্ক্রিনশটও শেয়ার করেন।

ইতিমধ্যেই শাহীন ভাটের এই পোস্ট সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে বলে জানা গেছে। সুশান্তের মৃত্যুর পর থেকেই বলিউড ইন্ডাস্ট্রিতে শুরু হয়েছে নতুন বিতর্ক। কার্যত সুশান্তের মৃত্যুকে ঘিরে নেটিজেনরা এই মুহূর্তে দুই ভাগে ভাগ হয়ে গিয়েছে। অন্যদিকে সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর বলিউড জুড়েও নেপোটিজমকে নিয়ে চলে তুমুল বিতর্ক। তার সাথে আলিয়া ভাটসহ অন্যান্য তারকা সন্তানরাও পড়েন নেটিজেনদের ক্ষোভের মুখে। অন্যদিকে সম্প্রতি মহেশ ভাটের পরিচালনায় সড়ক 2 র পোস্টার মুক্তি পেয়েছে ডিজিটাল প্লাটফর্মে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আর তা নিয়েই চূড়ান্ত সমালোচনার শিকার হন ভাট ফ্যামিলি। সম্প্রতি সড়ক 2 ছবিটি সুশান্তেরই বানানা ওয়েবসাইট নেপোমিটারে 98 শতাংশ নেপোটিস্টিক রেটিং পেয়েছে বলে জানা গিয়েছে। এর কারণ হিসেবে বলা হচ্ছে, এই ছবিটি পুরোপুরি স্বজনপোষণের ওপর তৈরি। যেমন ছবির চিত্রনাট্যকার ও পরিচালক মহেশ ভাট। তাঁর মেয়ে আলিয়া ভাট এবং পূজা ভাট ছবির অভিনেত্রী। অন্যদিকে মহেশ ভাটের বর্তমান স্ত্রী সোনি রাজদানও এই ছবিতে রয়েছেন।

অভিনেতা আদিত্য রায় কাপুর এই ছবির অন্যতম হিরো বলে জানা গেছে। তিনি হলেন প্রযোজক সিদ্ধার্থ রায় কাপুরের ভাই। তবে এধরনের নেপোটিস্টিক রেটিং নিয়ে উঠেছে প্রশ্ন। কিন্তু সে ক্ষেত্রে ওয়েবসাইটের কর্ণধারদের দাবি, এই ওয়েবসাইটের মাধ্যমে সদ্যমুক্তিপ্রাপ্ত বা মুক্তির অপেক্ষায় থাকা বলিউড ছবিগুলিকে যাচাই করা হয় আর তার পরেই সিদ্ধান্ত জানানো হয়। মূলত বলিউডের নেপোটিজমের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর অস্ত্র হিসেবে ব্যবহার হয় এই নেপোমিটার বলে জানিয়েছেন সুশান্তর পরিবার।

অন্যদিকে সুশান্ত সিং রাজপুতের মৃত্যু হলেও বিতর্ক যে এখনও বলিউডের পেছনে ছাড়েনি তা কিন্তু আলিয়া ভাটের হুমকি পাওয়ার ঘটনায় পরিষ্কার এদিন। অন্যদিকে এই হুমকির ঘটনায় পুলিশের সাথে ভাট পরিবার যোগাযোগ করেছে কিনা তা অবশ্য এখনও জানা যায়নি। তবে সুশান্তের মৃত্যুর পর ভাট কন্যাকেও তীব্র ক্ষোভের মুখে পড়তে হয়। মোদ্দা কথা, বলিউডের তাবড় তাবড় শিল্পি, পরিচালককে নেপোটিজমের কারণ বলে নির্দিষ্ট করে দেয় অনেকে। আর সোশ্যাল মিডিয়ায় তাই নিয়ে ওঠে ঝড়। আপাতত ঝড় যে এখনো থামেনি, তা আলিয়ার ঘটনায় পরিষ্কার।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!