এখন পড়ছেন
হোম > রাজনীতি > স্বাধীনতা দিবসেও কলম ধরলেন মমতা, প্রকাশ্যে মুখ্যমন্ত্রীর রচনা সঙ্গীত!

স্বাধীনতা দিবসেও কলম ধরলেন মমতা, প্রকাশ্যে মুখ্যমন্ত্রীর রচনা সঙ্গীত!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- বাংলার বৃত্তের বাইরে বেরিয়ে দলকে সর্বভারতীয় ক্ষেত্রে গ্রহণযোগ্য মর্যাদা পাইয়ে দেওয়ার জন্য এখন রীতিমত মরিয়া হয়ে উঠেছেন তৃণমূল নেত্রী তথা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জাতীয় ইস্যুতে মাঝেমধ্যেই বিজেপির বিরুদ্ধে সরব হতে দেখা যাচ্ছে তাকে। বিজেপি বিরোধী মহাজোট গঠন করে যাতে দেশের মধ্যে নিজেদের শক্তি বৃদ্ধি করা যায়, তার জন্য প্রতি মুহূর্তে চেষ্টা চালাচ্ছে পশ্চিমবঙ্গের শাসক দল।

আর এই পরিস্থিতিতে দেশের 75 তম স্বাধীনতা দিবসের আগের দিন ফেসবুকে নিজের ভাবনা প্রকাশ করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যেখানে স্বাধীনতা দিবস উপলক্ষে নিজের সৃষ্টি করা একটি গানের ভিডিও প্রকাশ্যে আনলেন তিনি। অর্থাৎ দেশমাতৃকাকে শ্রদ্ধা জানাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে এই সঙ্গীত রচনা বলেই মনে করা হচ্ছে। সূত্রের খবর, শনিবার রাত সাড়ে বারোটার সময় ফেসবুকে একটি গানের লিঙ্ক শেয়ার করেন মুখ্যমন্ত্রী।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

জানা গিয়েছে, গানটির কথা এবং সুর দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু এই গানে গলা মিলিয়েছেন বিশিষ্ট শিল্পী ইন্দ্রনীল সেন, মনোময় ভট্টাচার্য্য, তৃষা পারুই এবং দেবজ্যোতি বসু। গানটিতে রয়েছে, “এই ধরণীর মাটির বাঁধন, বাধুক জোরে মোদের, সোনার চেয়েও যে খাঁটি, দেশটা সবার নিজের।” অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় এই সঙ্গীত প্রকাশের মধ্য দিয়েই পরিষ্কার যে, দেশের ঐক্য এবং সম্প্রীতি বারবার তুলে ধরতে চেয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। আর সেই কারণেই স্বাধীনতা দিবস উপলক্ষে নিজের সৃষ্টি করা গান প্রকাশ করলেন তিনি।

বিশেষজ্ঞরা বলছেন, একাধিক বিষয়ে কলম ধরতে দেখা গিয়েছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। বাংলা থেকে শুরু করে জাতীয় ইস্যুতে একাধিক বিষয়ে কবিতা থেকে শুরু করে বিভিন্ন সাংস্কৃতিক বিষয়ের ওপর নিজের সৃষ্টি পরিচয় দিয়েছেন তিনি। যার মধ্যে দিয়ে কেন্দ্রের বিজেপি সরকারের উদ্দেশ্যে বার্তা দিতেও দেখা গিয়েছে বাংলার মুখ্যমন্ত্রীকে। আর স্বাধীনতা দিবস উপলক্ষে গান রচনা করে তাতে বিশিষ্ট শিল্পীদের সুর দিয়ে তা প্রকাশ্যে অনলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!