এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > শিল্পাঞ্চলে শাসকদল ও বামফ্রন্টে বড় ভাঙ্গন ধরালো বিজেপি

শিল্পাঞ্চলে শাসকদল ও বামফ্রন্টে বড় ভাঙ্গন ধরালো বিজেপি


আজ দুর্গাপুরের ২৮ নম্বর ওয়ার্ডে শিল্পদূষণ ইস্যুতে সভা অনুষ্ঠিত করে বিজেপি। আর সেখানেই সিপিআইএম আর তৃণমূল ছেড়ে কয়েকশো অনুগামী বিজেপিতে যোগ দেন বলে স্থানীয় সূত্রে জানা যাচ্ছে। প্রসঙ্গত, দুর্গাপুরের তৃণমূল নেতা অসীম প্রামাণিক বেশ কিছুদিন আগে অনুগামীদের নিয়ে তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দেন, আর আজ তাঁর অন্যান্য অনুগামীরা আবার তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিলেন বলে বিজেপি সূত্রের খবর।
অসীমবাবুর অনুগামীদের সঙ্গেই স্থানীয় সিপিআইএমের কর্মী-সমর্থকেরাও গেরুয়া শিবিরে যোগদান করেছেন বলে খবর। এদিন যোগদানকারীদের হাতে দলীয় পতাকা তুলে দেন বিজেপি নেতা অপূর্ব হাজরা। এই যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অসীম প্রামাণিক সহ স্থানীয় বিজেপি নেতৃত্ত্ব। অনুষ্ঠানের শেষে নিজের প্রতিক্রিয়ায় অসীমবাবু শাসকদলের প্রতি একরাশ ক্ষোভ উগরে দিয়ে জানান, পুরানো তৃণমূল কংগ্রেস কর্মীরা প্রাপ্য সম্মান না পাওয়ার জন্য আর তৃণমূলে থাকতে চাইছেন না। আগামীদিনে কি হয় শুধু দেখুন! পাশাপাশি তিনি দাবি করেন যে আগামী লোকসভা নির্বাচনেও এই আসনে বিজেপিই জিতবে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!