এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > রাজ্যে ফিরে মুখ্যমন্ত্রী সম্বন্ধে কি বললেন মুকুল রায়?

রাজ্যে ফিরে মুখ্যমন্ত্রী সম্বন্ধে কি বললেন মুকুল রায়?

দল বদলে মুকুল রায় এখন আর ঘাসফুল শিবিরের নন, বরং ঘাসফুলের প্রবলতর প্রতিপক্ষ গেরুয়া শিবিরে জাঁকিয়ে বসেছেন। কিন্তু বাংলায় লড়াই তো তৃণমূল কংগ্রেসের সঙ্গেই আর তৃণমূল কংগ্রেস মানেই বকলমে শুধু মমতা বন্দ্যোপাধ্যায়, যা মেনে নেন শাসকদলের শীর্ষনেতারাও। বিজেপিতে যোগ দিয়ে কি একসময়ের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মুখ খুলবেন মুকুল রায়, এনিয়ে রাজনৈতিক জল্পনা কম ছিল না। আজ দিল্লি থেকে বাংলার মাটিতে পা রেখে সাংবাদিকদের সেই প্রশ্নের মুখেই পড়েন তিনি, আর তাঁর চটজলদি জবাব, সরকারের বিরুদ্ধে বলব।
তারমানে কি কোনো পরিস্থিতিতেই মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে মুখ খুলবেন না, এবার পাল্টা কুশলী জবাব একসময়ের তৃণমূলের অঘোষিত দুনম্বর নেতার, সরকারের বিরুদ্ধে বলা মানেই যে সরকার চালাচ্ছে তাঁর বিরুদ্ধেই বলা। আর এখানেই থেমে না থেকে রাজ্যের স্বাস্থ্য পরিস্থিতি বিশেষ করে ডেঙ্গু পরিস্থিতি নিয়ে মুখ খোলেন তিনি। রাজ্যের স্বাস্থ্যমন্ত্রীকে এব্যাপারে ‘ব্যর্থ’ বলতেও পিছপা হননি তিনি আর ঘটনাক্রমে রাজ্যের স্বাস্থ্যমন্ত্রীর নাম কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ই। অর্থাৎ বাংলায় পা রেখেই নিজের লড়াইয়ের অভিমুখ ঠিক করে দিলেন বিজেপি-নেতা মুকুল রায়।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!