মুকুল রায়ের ‘ফাইলেই’ কি ঘুম উড়তে চলেছে শাসকদলের? বিশেষ খবর রাজ্য November 6, 2017 কেউ বলছেন ‘নিঃশব্দ বিস্ফোরণ’ কেউ বলছেন ‘সবটাই বোগাস’, ‘হাওয়া তোলার হুজুগ’! ব্যাপারটা কি? বিজেপির রাজ্য সদর দফতরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে আজ মুকুল রায় জানান, রাজনৈতিকভাবে মুখ খুলবেন ১০ তারিখ আর তারপরেই তুলে ধরেন একটি ফাইল, সেই ফাইলেই নাকি আছে তিনি কি বলবেন তার ফিরিস্তি। আর এরপরেই রাজ্যজুড়ে জল্পনা শুরু হয়ে যায় কি আছে ওই ফাইলে তা নিয়ে। ইতিমধ্যে একটি বাংলা ওয়েব পোর্টাল দাবি করেছে ওই ফাইলে কি আছে তার কিছু অংশ তাদের হাতে এসেছে, কিন্তু কিভাবে ওই তথ্য তাদের হাতে এল বা তার সত্যতা কতটা সে সম্পর্কে ওই পোর্টালে কিছু বলা হয় নি। প্রিয়বন্ধু বাংলার তরফেও এর সত্যতা যাচাই করা সম্ভব হয় নি। ওই পোর্টালের দেওয়া খবরের পরিপ্রেক্ষিতে নিম্নলিখিত পয়েন্টগুলি তুলে ধরা হল, যা কোনোভাবেই রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত নয় বা কোনো ব্যক্তি বা দলের সম্মানহানির উদ্দেশ্যে রচিত নয়। সম্পূর্ণভাবে ওই পোর্টালের প্রকাশিত খবরের পরিপ্রেক্ষিতে তুলে আনা সারাংশ। ১. মা-মাটি-মানুষের সরকার মানুষের প্রত্যাশা রাখতে ব্যর্থ ২. অহেতুক কেন্দ্র বিরোধিতায় রাজ্যের ক্ষতি হচ্ছে ৩. সংখ্যালঘু উন্নয়ন হচ্ছে না হচ্ছে তোষন, ফলে সংখ্যালঘুরা বিচ্ছিন্ন হয়ে পড়ছে ৪. রাজ্য সরকারের তোষণ নীতি সাম্প্রদায়িকতার জন্ম দিচ্ছে ৫. সরকারের উদাসীনতায় রাজ্যে জঙ্গিবাদ ও বিচ্ছিন্নবাদ মাথাচাড়া দিচ্ছে ৬. কেন্দ্রের সব প্রকল্প রাজ্য নিজের নামে চালাচ্ছে ৭. রাজ্যের গাফিলতিতেই কেন্দ্রীয় অনুদান পুরো পেতে সমস্যা হচ্ছে ৮. সাধারণ মানুষকে বঞ্চিত করে রাজ্যের অসহযোগিতায় কেন্দ্রীয় প্রকল্প শেষ করতে সমস্যা হচ্ছে ৯. বিরোধী সহ সাধারণ মানুষের উপর সন্ত্রাস চালাচ্ছে শাসকদলের একাংশ ১০. পাহাড়ের বর্তমান পরিস্থিতির জন্য দায়ী রাজ্য সরকার ১১. মানুষ এবার পরিবর্তনের পরিবর্তন চাইছে আপনার মতামত জানান -