এবার কি রাজ্য সরকারের বিরুদ্ধে মামলার পথে মুকুল রায়? বিশেষ খবর রাজ্য November 6, 2017 দিল্লিতে বিজেপিতে যোগদান করে আজই কলকাতায় ফেরেন মুকুল রায়। সেখানে বিমানবন্দর থেকে কার্যত জনজোয়ারে ভেসে তিনি বিজেপির রাজ্য সদর দফতরে যান ও সাংবাদিকদের মুখোমুখি হন। এরপর তিনি সন্ধ্যেবেলায় এক বেসরকারি বৈদ্যুতিন সংবাদমাধ্যমে একান্ত সাক্ষাৎকার দেন। সেখানে তিনি একের পর এক বিস্ফোরক অভিযোগ আনেন তাঁর প্রাক্তন দল ও রাজ্যসরকারের বিরুদ্ধে। তিনি জানান রাজ্যের বর্তমান পরিস্থিতি বাম জামানার শেষের দিনগুলির থেকেও ভয়ংকর। বাম জামানায় ‘ভোট’ করতে না দেওয়া হলেও বুদ্ধবাবুরা বিরোধীদের অন্তত ‘রাজনীতি’ করতে দিতেন। বর্তমান রাজ্য সরকার সঠিক ভাবে ‘ভোট’ করতে তো দেয়ই না এমনকি বিরোধীদের বিরোধিতার মৌলিক অধিকার পর্যন্ত কেড়ে নিচ্ছে। এই প্রসঙ্গেই তিনি বলেন মানুষের মৌলিক অধিকার কেড়ে যাঁরাই শাসকদলের বিরোধী মনোভাব পোষন করেন তাঁদেরই ফোন ট্যাপ করা হয়। তাঁর নিজের চার-চারটি ফোন, নাকি রাজ্য সরকার ট্যাপ করে রেখেছে। এমনকি রাজ্য সরকার নিজের মন্ত্রীদের গতিবিধির উপর নজর রাখতে তাঁদের ফোনও ট্যাপ করে, এমনকি মন্ত্রীরাও সেকথা জানেন। প্রকাশ্যে স্বীকার করতে ‘ভয়’ পেলেও, আড়ালে তাঁরা নাকি সেকথা স্বীকার করে নেবেন। মুকুলবাবু জানান বুদ্ধবাবুরাও নাকি এইভাবে মানুষের, বিরোধীদের মৌলিক অধিকার কেড়ে নেয় নি। এইপ্রসঙ্গে সঞ্চালক প্রশ্ন করেন এই প্রসঙ্গে মুকুলবাবু আদালতের দ্বারস্থ হচ্ছেন না কেন। এরপরেই স্বভাবসিদ্ধ শান্ত-স্থিতধী ভঙ্গিতে মুকুলবাবুর ইঙ্গিতবাহী জবাব দু-তিন দিন অপেক্ষা করুন, দেখুন না কি করি? আর এরপরেই রাজনৈতিক মহলে কৌতূহল উঠে গেছে মুকুলবাবু কি রাজ্য সরকারের বিরুদ্ধে মামলা লড়তে যাচ্ছেন? জবাব পেতে মুকুল রায়ের কথামত দু-তিন অপেক্ষা করতেই হবে বঙ্গবাসীকে। আপনার মতামত জানান -