এখন পড়ছেন
হোম > অন্যান্য > উত্তম কুমারের জন্মদিন থেকে শুরু করে হোচিমিনের মৃত্যু -আজকের দিনে আর কী কী ঘটেছিল সারা বিশ্ব জুড়ে

উত্তম কুমারের জন্মদিন থেকে শুরু করে হোচিমিনের মৃত্যু -আজকের দিনে আর কী কী ঘটেছিল সারা বিশ্ব জুড়ে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – আজ ৩রা সেপ্টেম্বর । এই দিনটি প্রতিবছর ফিরে ফিরে আসে। কোনো কোনো বছরে এই দিনটি নিছকই একটি সাধারণ দিন।আবার কোনো কোনো বছরে এই দিনটি বিশেষ ভাবে দাগ রেখে গেছে ইতিহাসের ধূসর পাতায়। চলুন, এক নজরে জেনে নিই ইতিহাসের পাতা উল্টে এই দিনটির বুকে ঘটে যাওয়া কিছু অমলিন ঘটনা —

 

১. ১৭৮৩ সালে আজকের দিনে গ্রেট ব্রিটেন ও আমেরিকার মধ্যে সম্পাদিত ‘পারি-চুক্তি’ অনুযায়ী আমেরিকার স্বাধীনতা স্বীকৃত হয়।

২. ১৬৫৮ সালে আজকের দিনে রিচার্ড ক্রমওয়েল ইংল্যান্ডের লর্ড প্রোটেকটর হন।

৩. ১৮৫৯ সালে আজকের দিনে মাইকেল মধুসূদন দত্তের প্রথম নাটক ‘শর্মিষ্ঠা’ প্রথম অভিনীত হয়।

 

৪. ১৮৬৬ সালে আজকের দিনে জেনেভায় কার্ল মার্কসের নেতৃত্বে আন্তর্জাতিক শ্রমজীবী সংঘের প্রথম কংগ্রেস অনুষ্ঠিত হয়।

৫. ১৯২৬ সালে আজকের দিনে মহানায়ক উত্তম কুমার, বাংলা চলচ্চিত্রের জনপ্রিয়তম নায়কদের মধ্যে অন্যতম, জন্মগ্রহণ করেন।

 

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

 

৬. ১৯৬৯ সালে আজকের দিনে ভিয়েতনামের বিপ্লবী জননেতা হো-চি-মিনের মৃত্যু হয়।

৭. ১৯১৮ সালে আজকের দিনে চেকোস্লাভাকিয়াকে স্বীকৃতি দেয় আমেরিকা।

৮. ১৯৪৩ সালে আজকের দিনে দ্বিতীয় বিশ্বযুদ্ধে ইতালী আত্মসমর্পন করে।

 

৯. ১৯৫৫ সালে আজকের দিনে গাজায় রাষ্ট্রসংঘের যুদ্ধ বিরতি মেনে নেয় ইজরায়েল।

১০. ১৯৭৬ সালে আজকের দিনে ভাইকিং-২ মহাকাশযান মঙ্গলগ্রহে যায়।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!