এখন পড়ছেন
হোম > রাজ্য > পুরুলিয়া-ঝাড়গ্রাম-বাঁকুড়া > Breaking, ঝাড়গ্রামের জনসভা থেকে শাসকদল তৃণমূলকে একযোগে তীব্র আক্রমণ দিলীপ ঘোষ ও শুভেন্দু অধিকারীর

Breaking, ঝাড়গ্রামের জনসভা থেকে শাসকদল তৃণমূলকে একযোগে তীব্র আক্রমণ দিলীপ ঘোষ ও শুভেন্দু অধিকারীর


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – আজ ঝাড়গ্রামে বিজেপির জনসভা। বিজেপি নেতা শুভেন্দু অধিকারী ও বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ একযোগে বক্তব্য রাখলেন এই জনসভায়। প্রথমে বক্তব্য রাখলেন শুভেন্দু অধিকারী। এখন বক্তব্য রাখছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। উভয়েই তাঁদের বক্তব্যে একেবারে ধুয়ে দিলেন রাজ্যের শাসক দল তৃণমূলকে।

ঝাড়গ্রামের এই জনসভায় বক্তব্য রাখতে গিয়ে শুভেন্দু অধিকারী জানালেন যে, দিল্লিতে ও পশ্চিমবঙ্গে এক দলের সরকার থাকবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে রাজ্যে সরকার করবে বিজেপি। তিনি জানালেন বিজেপির সঙ্গে তাঁর উন্নয়নের ডিল হয়েছে। শুভেন্দু অধিকারী অভিযোগ করেছেন যে, কেন্দ্রীয় সরকারের দেওয়া টাকা তছরুপ করছে তৃণমূল। তার জবাব চেয়েছেন তিনি।

তৃণমূলে সম্পর্কে তিনি আরো অভিযোগ করেছেন যে, কেন্দ্রের প্রকল্পের নাম বদলে দিয়ে বাংলায় তা নিজেদের নামে চালাচ্ছে তৃণমূল। তিনি অভিযোগ করেছেন যে, আয়ুষ্মান ভারত প্রকল্প চালু করতে দেয়নি তৃণমূল। তিনি জানিয়েছেন কৃষক সম্মান যোজনা বাংলায় চালু করতে দেয়নি তৃণমূল। তৃণমূলকে এর জবাব দিতে হবে আগামী বিধানসভা নির্বাচনে। শুভেন্দু অধিকারী জানালেন, তৃণমূল থেকে বারবার বলা হচ্ছে যে, তাঁর সঙ্গে ডিল হয়েছে বিজেপির।

শুভেন্দু অধিকারী জানান, বিজেপির সঙ্গে তাঁর উন্নয়নের ডিল হয়েছে। তিনি জানান মেদিনীপুরের দিলীপ ঘোষ ও শুভেন্দু অধিকারী পদ্ম ফুল ফোটাবেন বাংলায়। শুভেন্দু অধিকারী কটাক্ষ করেছেন যে, ভাইপোকে তোলাবাজ বলায় তৃণমূলের খুব গায়ে লেগেছে। কিন্তু লালা, এনামুল এদের সঙ্গে ঘনিষ্ঠ যোগ রয়েছে তৃণমূলের। গরু চুরি করছে, বালি চুরি করছে, সুবর্ণরেখা থেকে বালি চুরি করে তা বিক্রি করে দিচ্ছে তৃণমূল। তিনি জানালেন, ঝাড়গ্রামের চারটি আসনের মধ্যে চারটিতেই তৃণমূলকে পরাস্ত করতে হবে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এই জনসভাতে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ শাসক দল তৃণমূলের বিরুদ্ধে তীব্র কটাক্ষ করে জানালেন যে, আগামী মে মাসের পর থেকে আর তৃণমূল থাকবেনা। তিনি জানালেন মুখ্যমন্ত্রী বলেছেন জঙ্গল মহল হাসছে। কিন্তু জঙ্গল মহলে কোন হাসি দেখতে পাচ্ছেন না তিনি। তিনি জানালেন যে, জঙ্গলমহলের যুবক-যুবতীরা কাজ না পেয়ে অন্যত্র চলে যেতে বাধ্য হচ্ছেন। এরপরই তিনি দাবি করেছেন যে, অখন্ড মেদিনীপুরের ৩৫ টি আসনের মধ্যে ৩৫ টি আসনেই জয়লাভ করবে বিজেপি।

বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ জানালেন যে, বিজেপি হলো গরিবের সরকার, প্রধানমন্ত্রী হলেন গরিবের প্রতিনিধি। তিনি জানান এ বছর করোনার মতোই দূর হবে তৃণমূল। তৃণমূল হলো একটি সংক্রামক ভাইরাস, যা রাজ্যের অনেক ক্ষতি করেছে। দিলীপ ঘোষ জানালেন, জঙ্গলমহল থেকে কয়লা, গরু, বালি পাচার হয়ে যাচ্ছে। কিন্তু এখানকার মানুষ খেতে পাচ্ছেন না।

তিনি জানালেন জঙ্গলমহলের মানুষ দরিদ্র হলেও, তাঁরা ঈমানদারির সঙ্গে জীবনযাপন করছেন। কিন্তু তাদের বারবার বোকা বানিয়েছে রাজ্যের শাসক দল তৃণমূল। বিভিন্ন আদিবাসী সম্প্রদায়ের মধ্যে বিভেদ সৃষ্টি করছে, বোকা বানিয়ে ভোট নেওয়ার চেষ্টা করছে তৃণমূল। আগামী বিধানসভা নির্বাচনে বিজেপি ২০০ টিরও বেশি আসন নিয়ে ক্ষমতায় আসবে বলে দাবি করলেন তিনি।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!