এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > বিস্ফোরক বিজেপির রাজ্য সভাপতি ! তৃণমূলকে একহাত নিয়ে তীব্র আক্রমণ সুকান্তের !

বিস্ফোরক বিজেপির রাজ্য সভাপতি ! তৃণমূলকে একহাত নিয়ে তীব্র আক্রমণ সুকান্তের !


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-   বিরোধী শূন্য রাজ্য করার জন্য শাসকদল তৃণমূল কংগ্রেসের বিভিন্ন নেতা-নেত্রীকে হুঁশিয়ারি দিয়েছে দেখা গিয়েছিল বিভিন্ন সময়ে তবে কোথাও বিরোধী শূন্য হলেও আবার দেখা গিয়েছে বিরোধীপক্ষ দের শক্তিশালী হয়ে উঠে আসতে । আর এর মধ্যেই আগামী 23 শে রয়েছে পঞ্চায়েত নির্বাচন যেখানে পঞ্চায়েতের নিজের এলাকাকে একেবারে বিরোধী-শূন্য করার জন্য হুঁশিয়ারি দিতে দেখা গেল ডোমজুড়ের তৃণমূল বিধায়ক কল্যান ঘোষকে ।এই প্রসঙ্গে ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল হতেই শোরগোল পড়ে যায় রাজ্য রাজনীতিতে যদিও সোশ্যাল-মিডিয়ায়-ভাইরাল ভিডিওটির সত্যতা যাচাই করেনি প্রিয়বন্ধু মিডিয়া।

আগামী পঞ্চায়েত নির্বাচনে বিরোধীরা যাতে সেখানে কোনো প্রার্থী না দিতে পারেন  এমনই একটি ভিডিও ক্লিপ সোসাল মিডিয়াতে ঘুরে বেড়াচ্ছে । প্রসঙ্গ উল্লেখ্য যে  ডোমজুড়ের তৃণমূল বিধায়ক কল্যাণ ঘোষ এক প্রকাশ্য সভায় মন্তব্য করেছিলেন ‘২০২৩ সালের পঞ্চায়েত নির্বাচনে বিরোধীরা যাতে এখানে প্রার্থীই দিতে না পারে। আর যদি প্রার্থী দেয়, তা হলে যাতে কোনও ভোট না পড়ে, সে দিকে লক্ষ রাখতে হবে।’ আর এই প্রসঙ্গে এদিন রাজ্যের বিরোধী শক্তি বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত ভট্টাচার্য গর্জে উঠেলেন ।

এদিন তিনি এ প্রসঙ্গে বলেন ‘আমরা তো আগেই বলেছিলাম পশ্চিমবঙ্গে এই ধরনের গণতন্ত্র চলছে। এতদিন আমরা বলতাম, তৃণমূল এই ধরনের কাজ করছে। তৃণমূল কংগ্রেস আমাদের কথাকে মান্যতা দিতো না। এখন ওদের দলের বিধায়কেরাই প্রকাশ্যে বলে বলে প্রমাণ করছেন, আমরা ঠিক। তৃণমূল কংগ্রেসের সর্বোচ্চ নেতৃত্বের কথা মিথ্যা, তা প্রমাণ করছে। গোটা পশ্চিমবঙ্গবাসীর কাছে এটা পরিস্কার হয়ে যাচ্ছে তৃণমূল কিভাবে ভোট করায়? কী ধরনের গণতন্ত্রে বিশ্বাস করে? যা নর্থ কোরিয়ার রাষ্ট্রপতির থেকে খুব ভালো কিছু নয়।’

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!