এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > দুর্গাপুজোর প্যান্ডেলে করোনা থাকলে কিভাবে তা বের করতে হবে জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা

দুর্গাপুজোর প্যান্ডেলে করোনা থাকলে কিভাবে তা বের করতে হবে জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – রাজ্যের করোনা সংক্রমণকে কোনভাবেই লাগাম পড়ানো যাচ্ছে না। সম্প্রতি রাজ্যের মোট করোনা সংক্রমণ ২ লক্ষের গন্ডি অতিক্রম করেছে। এর মধ্যেই সামনে আসছে দুর্গাপূজা। কিন্তু রাজ্যের করোনা সংক্রমনের মধ্যে এ বছর যেখানে সমস্ত অনুষ্ঠান সংক্ষিপ্ত করা হয়েছে, সে অবস্থায় দুর্গাপূজার আয়োজন করা সম্ভব হবে কিনা, তা নিয়ে বিভিন্ন মানুষের বিভিন্ন প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছে। এ বিষয়ে অবশ্য রাজ্য সরকারের তরফ থেকে এখনও কিছু জানানো হয়নি। তবে আগামী ২৫ সে সেপ্টেম্বর রাজ্যের পূজা কমিটির সদস্যদের মুখ্যমন্ত্রীর বিশেষ বৈঠক অনুষ্ঠিত হতে চলেছে। এই বৈঠকেই আগামী পূজার ব্যাপারে সিদ্ধান্ত নেবেন মুখ্যমন্ত্রী।

আজ সোমবার নবান্নে গ্লোবাল অ্যাডভাইজারি বোর্ড এর সঙ্গে মুখ্যমন্ত্রীর এক বিশেষ বৈঠক ছিল। এই বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী জানালেন, ” পুজো (Durga Puja) কমিটিগুলিকে অনুরোধ করব খোলামেলা প্যান্ডেল করার। কারণ অনেকেই অঞ্জলি দিতে আসেন। তাতে ভিড় বাড়বে। প্যান্ডেলের একাংশ খোলা থাকলে হাওয়া, বাতাস বইবে। জীবাণু থাকলে তা বেরিয়ে যাবে। যা প্যান্ডেলে ভিতরে থাকা ভেন্টিলেটর দিয়ে বেরনো সম্ভব নয়।”

এ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী জানালেন যে, গ্লোবাল অ্যাডভাইজারি বোর্ড এর পরামর্শ মেনেই তিনি এই বিবৃতি দিয়েছেন। আগামী ২৫ শে সেপ্টেম্বর রাজ্যের পুজো কমিটির সদস্যদের সঙ্গে বৈঠক করতে চলছেন তিনি। এই বৈঠকে করোনা পরিস্থিতির মধ্যে কিভাবে দুর্গা পূজার আয়োজন করা হয়েছে সে সমস্ত ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে বলে তিনি জানালেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

প্রসঙ্গত এবছরের করোনা পরিস্থিতির মধ্যে দূর্গা পূজার আয়োজন আদৌ হবে কিনা তা নিয়ে নানা মানুষের মনে নানা প্রশ্ন রয়েছে। কিছুদিন আগে এই বছরের দূর্গা পূজা সংক্রান্ত একটি ফেক মেসেজ সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছিল। যেখানে উল্লেখ করা ছিল, আগামী পূজার দিন লকডাউনেই কাটাতে হবে রাজ্যবাসীকে। সেখানে জানানো হয়েছিল, পুজোর দিনে কারফিউ থাকবে আর রাতেও পূজোর প্যান্ডেলের ঘোরাফেরা করা যাবে না। সেই সঙ্গে পুজো সংক্রান্ত নানা নির্দেশও উল্লেখ করা হয়েছিল এই মেসেজটিতে।

সোশ্যাল মিডিয়ায় এই ভুয়ো মেসেজটি পুলিশের নজরে পড়তেই প্রচন্ড তোলপাড় শুরু হয়। মুখ্যমন্ত্রী প্রচন্ড ক্ষুদ্ধও হন। তিনি সোশ্যাল মিডিয়ায় ভুয়ো মেসেজ ছড়ানোয় নাম না করেও রাজ্যের বিজেপি বিরোধী দলকে নিশানা করেছিলেন। যারা এই মেসেজ দিয়েছে তাদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ দিয়েছিলেন তিনি। এই মেসেজ প্রেরকদের তিনি কান ধরে উঠবস করাবেন বলে জানান। এরপর পুলিশ এর তদন্ত শুরু করে। ইতিমধ্যে কোলকাতা সহ রাজ্যের বিভিন্ন স্থান থেকে কয়েক জন সন্দেহভাজনকে পুলিশ গ্রেপ্তার করেছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!