এখন পড়ছেন
হোম > রাজনীতি > ব্যালট পেপার বাইরে কেন? গণনায় বিশৃঙ্খলা নিয়ে নজির বিহীন নির্দেশ আদালতের!

ব্যালট পেপার বাইরে কেন? গণনায় বিশৃঙ্খলা নিয়ে নজির বিহীন নির্দেশ আদালতের!


 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- শুধু ভোটের সময় হিংসা নয়, গণনার দিনেও দিকে দিকে বিশৃঙ্খলা সামনে এসেছে রাজ্যজুড়ে। কোথাও বিরোধী প্রার্থীদের জোর করে হারিয়ে দেওয়া আবার কোথাও বা ব্যালট বক্স বাইরে ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকা, গণনার সময় বিশৃঙ্খলা দেখে রীতিমতো তাজ্জব সাধারণ মানুষ। বিরোধীরা দাবি করছে, গণনা কেন্দ্রেও কারচুপি করা হয়েছে। আর এই পরিস্থিতিতে জাঙ্গিপাড়ায় ব্যালট পেপার কিভাবে রাস্তায় পড়ে থাকে, তা নিয়ে প্রশ্ন তুলে স্থানীয় পঞ্চায়েতের রিটার্নিং অফিসারকে তলব করলেন বিচারপতি অমৃতা সিনহা।

প্রসঙ্গত, এদিন জাঙ্গিপাড়ার ঘটনা নিয়ে কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা বড় নির্দেশ দেন। তিনি প্রশ্ন তোলেন, কিভাবে জাঙ্গিপাড়ায় গণনার সময় ব্যালট পেপার বাইরে পাওয়া যায়! আর তারপরেই বৃহস্পতিবার দুপুর দুটোয় স্থানীয় পঞ্চায়েতের রিটার্নিং অফিসারকে এজলাসে উপস্থিত হওয়ার নির্দেশ দেন তিনি। স্বভাবতই পঞ্চায়েত নির্বাচন এবং গণনাকে নিয়ে যখন এত অভিযোগ উঠছে, ঠিক তখনই বিচারপতির এই নির্দেশ কার্যত নজিরবিহীন বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

অনেকে বলছেন, ভোট ঘোষণার থেকেই তান্ডব শুরু করেছে শাসক দল। সমস্ত আসন তাদের চাই। তাই যেনতেন প্রকারেন প্রশাসনকে কাজে লাগিয়ে সমস্ত জায়গায় জয়লাভ করার জন্য মরিয়া হয়ে উঠেছিল শাসক দল। তবে এক্ষেত্রে শেষ ভরসা আদালত। তাই বিরোধীরা আদালতের দ্বারস্থ হয়ে নির্বাচনকে কিভাবে প্রহসনে পরিণত করা হয়েছে এবং কিভাবে শেষ পর্যন্ত গণনাতেও কারচুপি হয়েছে, তার তথ্য তুলে ধরেছে। আর এবার সেই ব্যাপারে কড়া পদক্ষেপ গ্রহণ করল কলকাতা হাইকোর্ট। যার ফলে এর মাশুল চোকাতে হতে পারে স্থানীয় পঞ্চায়েতের রিটার্নিং অফিসারকে বলেই মনে করছেন একাংশ।

পর্যবেক্ষকদের মতে, অতীতে কোনো নির্বাচনে এরকম ঘটনা ঘটেনি। কিন্তু এবার এভাবে পঞ্চায়েত নির্বাচন হয়েছে এবং গণনাকে কেন্দ্র করে বিস্তর অভিযোগ উঠেছে, তাতে ক্রমাগত চাপে পড়ছে প্রশাসন এবং রাজ্য সরকার। আর এবার গণনা কেন্দ্রের বাইরে ব্যালট পেপার পড়ে থাকা নিয়ে রীতিমতো ক্ষোভ উগড়ে দিলেন বিচারপতি। তলব করলেন পঞ্চায়েতের রিটার্নিং অফিসারকে। যার ফলে আগামী দিন যে সমস্ত জায়গায় গণনাতে কারচুপি হয়েছে, তার ফল ভয়ংকর হতে পারে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!