এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > প্রহসনের পঞ্চায়েত নির্বাচন! এবার কি সিবিআই তদন্তের জালে ফাঁসবে রাজ্য? বড় ইঙ্গিত হেভিওয়েটের!

প্রহসনের পঞ্চায়েত নির্বাচন! এবার কি সিবিআই তদন্তের জালে ফাঁসবে রাজ্য? বড় ইঙ্গিত হেভিওয়েটের!


 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে হিংসা এমনকি গণনা পর্ব পর্যন্ত যে নিদর্শন দেখেছে রাজ্য, তা দেখে সকলেই হতবাক। বিরোধীদের অভিযোগ, গণতন্ত্রকে সম্পূর্ণরূপে হত্যা করেছে রাজ্যের শাসক দল। এমনকি রাজ্য নির্বাচন কমিশনকে আদালতের পক্ষ থেকে সুষ্ঠভাবে নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করতে বলা হলেও, তা করা হয়নি বলেও দাবি বিরোধীদের। আর এই পরিস্থিতিতে গোটা ঘটনায় সিবিআই তদন্তের দাবি তুললেন বিজেপির রাজ্য সভাপতি তথা সাংসদ সুকান্ত মজুমদার।

প্রসঙ্গত, এদিন পঞ্চায়েত নির্বাচনের ফলাফল নিয়ে বালুরঘাটের সাংবাদিকদের মুখোমুখি হন বিজেপির রাজ্য সভাপতি তথা সাংসদ সুকান্ত মজুমদার। আর সেখানেই যেভাবে নির্বাচন প্রক্রিয়াকে প্রহসনে পরিণত করা হয়েছে, সেই ব্যাপারে সিবিআই তদন্তের দাবি তোলেন তিনি। এদিন এই প্রসঙ্গে সুকান্তবাবু বলেন, “গোটা নির্বাচন প্রক্রিয়া অনিয়মভাবে সম্পন্ন হয়েছে। আর সম্পূর্ণটা মমতা ব্যানার্জির অঙ্গুলী হেলনে করেছেন রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহা। আমার মনে হয়, এই বিষয়ে সিবিআই তদন্ত করা উচিত।”‌

তবে বিজেপির রাজ্য সভাপতি এই দাবি করলেও, তাতে গুরুত্ব দিতে নারাজ তৃণমূল কংগ্রেস। তাদের দাবি, কথায় কথায় সিবিআই তদন্তের দাবি তোলা বিজেপি আগে নিজেদের দিকে দেখুক। এই সিবিআইয়ের হাতে দেশের অনেক বড় বড় তদন্ত রয়েছে। কিন্তু তা এখনও শেষ করতে পারেনি এই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। শুধুমাত্র সিবিআইকে রাজনৈতিকভাবে ব্যবহার করে প্রতিহিংসা পরায়ন আচরণ করছে ভারতীয় জনতা পার্টি।

বিশেষজ্ঞদের মতে, রাজ্য পুলিশ যখন ভরসা জোগাতে পারে না, তখন বিজেপির কাছে ভরসার কেন্দ্রস্থল সিবিআই তদন্ত। আর এখন তৃণমূল সেই সিবিআই তদন্তকে কটাক্ষ করলেও, একসময় বিরোধী নেত্রী থাকাকালীন এই সিবিআই তদন্তের ব্যাপারেই আওয়াজ তুলতে দেখা যেত মমতা বন্দ্যোপাধ্যায়কে। আর সিবিআই তদন্তের প্রয়োজন তো এমনি এমনি হয়নি। যখন গণতন্ত্রকে চোখের সামনে প্রহসনে পরিণত হতে দেখছে ভারতীয় জনতা পার্টি, তখন তারা সেই দাবি তুলতে বাধ্য হয়েছে। তবে তৃণমূল কেন সেই তদন্তে ভয় পাচ্ছে, এটাই বড় প্রশ্ন সমালোচক মহলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!