এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি > ফলাফল বের হতেই শুভেন্দু ঘনিষ্ঠ বিজেপি নেতা গ্রেফতার, বদলার রাজনীতি শুরু পুলিশের !

ফলাফল বের হতেই শুভেন্দু ঘনিষ্ঠ বিজেপি নেতা গ্রেফতার, বদলার রাজনীতি শুরু পুলিশের !


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- পশ্চিমবঙ্গের বুকে পুলিশ প্রশাসনকে দিয়েই যে তৃণমূল কংগ্রেস বিরোধীদের দমন করতে চাইছে, তা বারবার অভিযোগ আকারে সামনে এনেছেন রাজ্যের বিরোধী দলনেতা। পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে যখন বিভিন্ন জায়গায় বিরোধী নেতাকর্মীদের বাড়িতে হামলা তাদের আক্রমণ করা হচ্ছে, ঠিক তখনই শুভেন্দু অধিকারী দাবি করেছিলেন, রাজ্যে পুলিশকে শুধু নিরপেক্ষ করে দেওয়া হোক, তাহলে তৃণমূল বলে আর কিছু থাকবে না।

ইতিমধ্যেই পঞ্চায়েতের ফলাফল প্রকাশ হয়ে গিয়েছে। যেখানে তৃণমূল কংগ্রেস বিপুল জয় পেয়েছে। যদিও বা সেই জয় নিয়েও প্রশ্ন তুলছে বিরোধীরা। আর এই পরিস্থিতিতে এবার কি ফলাফল প্রকাশের পর এই প্রতিহিংসার রাজনীতি শুরু করে দিল রাজ্যের শাসক দল! জানা গিয়েছে, পুলিশের পক্ষ থেকে গ্রেপ্তার করা হয়েছে শুভেন্দু অধিকারীর অত্যন্ত ঘনিষ্ঠ বিজেপি নেতা কনিষ্ক পন্ডাকে। যাকে কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকা জুড়ে।

সূত্রের খবর, আজ দুপুরে বিজেপি নেতা কনিষ্ক পন্ডার বাড়িতে পৌঁছে যায় পুলিশ। তার বাড়ির দরজায় বেশ কয়েকবার ধাক্কা দেওয়া হয় বলে অভিযোগ। আর তারপরেই দরজা খুলতেই তাকে আটক করে পুলিশ। ইতিমধ্যেই তাকে মারিশদা থানায় নিয়ে যাওয়া হয়েছে। তবে কি কারনে এই বিজেপি নেতাকে গ্রেফতার করা হলো, তা নিয়ে এখনও কিছু জানা যায়নি।বিজেপির দাবি, এমনটা আগেই আঁচ করা হয়েছিল। শুধু কনিষ্ক পন্ডা নয়, দিকে এদিকে রাজ্যের প্রত্যেকটি জেলায় এবার জয়ের উল্লাসে মেতে উঠে শাসকদল পুলিশ প্রশাসনকে ব্যবহার করে বিজেপি নেতাকর্মীদের গ্রেফতার করবে। শুরু হবে তাদের উপর হামলা করার প্রক্রিয়া। 2021 এর বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশের পর যে কায়দায় তৃণমূল কংগ্রেস হামলায় নেমেছিল, এবার সেই কায়দায় একটু বদল আনা হয়েছে। এবার পুলিশকে দিয়ে গ্রেপ্তার করিয়ে মিথ্যে মামলা দিয়ে বিজেপি নেতাদের কণ্ঠরোধ করার চেষ্টা হবে। কিন্তু এভাবে বিজেপিকে দমন করা যাবে না।

পর্যবেক্ষকদের মতে, এটা পশ্চিমবঙ্গের বুকে নতুন কিছু নয়। বিভিন্ন সময় প্রমাণ হয়েছে, বিরোধী দল করলেই তাদের গারদ বাস করতে হবে। বিরোধী নেতাকর্মীদের একটাই দোষ, তারা কেন বিরোধী রাজনীতি করবে! কেন তারা গণতন্ত্রকে রক্ষা করার জন্য রাস্তায় নামবে! শাসকের বিরুদ্ধে যদি তারা রাস্তায় নামে তাহলে তাদের একটাই জায়গা হবে, সেটা হলো শ্রীঘর। হয়তো তৃণমূল কংগ্রেস বিপুল সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পর এবার সেই কায়দা অবলম্বন করে বিরোধী কণ্ঠস্বরকে দমন করার এই চেষ্টায় মেতে উঠেছে।

তবে চিরদিন সবার সমান যায় না। তাই মিথ্যে ভাবে গ্রেফতার করা হলে অতীতে যেমন শুভেন্দু অধিকারী বিভিন্ন বিষয়ে আদালতে গিয়ে শাসকের বিড়ম্বনা বাড়িয়ে দিয়েছেন, তেমনই তার ঘনিষ্ঠ গ্রেপ্তার হওয়ার পর তিনি যদি আদালতের দ্বারস্থ হন এবং তাতে জয় নিয়ে আসেন, তাহলে এই পুলিশ মুখ দেখাতে পারবে তো! তা নিয়েও প্রশ্ন তুলতে শুরু করেছে বিরোধীরা। তবে দিনের শেষে কেন কনিষ্ক পন্ডাকে গ্রেফতার করা হল, এই ব্যাপারে কি কারণ সামনে আনে পুলিশ, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!