এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি > “আগামী দিনে ক্ষমতায় আসছে বিজেপি” পঞ্চায়েতের ফলাফল নিয়ে ইঙ্গিতপূর্ণ আভাস সুকান্তর!

“আগামী দিনে ক্ষমতায় আসছে বিজেপি” পঞ্চায়েতের ফলাফল নিয়ে ইঙ্গিতপূর্ণ আভাস সুকান্তর!


 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- নির্বাচনকে প্রহসনে পরিণত করলেও এবং গণনা কেন্দ্রে লুট করলেও শেষ পর্যন্ত অনেক আসনে জয়লাভ করেছে ভারতীয় জনতা পার্টি। কোনোভাবেই তাদের আটকানো সম্ভব হয়নি বলে দাবি বিরোধীদের। আর এই পরিস্থিতিতে 2008 সালের তথ্য তুলে ধরে সেই সময় তৃণমূল যে 25 শতাংশ ভোট পেয়েছিল, বর্তমানে পঞ্চায়েত নির্বাচনের ফলাফলে সেই 25 শতাংশ ভোট পেয়েছে ভারতীয় জনতা পার্টি। আর সেই প্রবণতা দেখেই আগামী দিনে রাজ্যে ক্ষমতায় আসার ব্যাপারে বড় আভাস দিলেন বিজেপির রাজ্য সভাপতি তথা সাংসদ সুকান্ত মজুমদার। তার দাবি, জোর করে বন্দুক ঠেকিয়ে আমাদের হারিয়ে যাওয়া হলেও আমরা 25 শতাংশ আসনে জয়লাভ করেছি। আর এতেই স্পষ্ট, আগামী দিনে বাংলার মানুষ বিজেপিকে ক্ষমতায় আনবে।

প্রসঙ্গত, আজ বালুরঘাটে সাংবাদিকদের মুখোমুখি হন বিজেপির রাজ্য সভাপতি তথা সাংসদ সুকান্ত মজুমদার। আর সেখানেই গণনার ফলাফল নিয়ে প্রতিক্রিয়া দেন তিনি। এদিন এই প্রসঙ্গে বালুরঘাটের বিজেপি সাংসদ বলেন, “আপনারা যদি লক্ষ্য করে দেখেন, তাহলে 2018 সালের থেকে আমরা দ্বিগুণ ভোট এবার পেয়েছি। প্রচুর ভয় দেখিয়েও আমাদেরকে দমানো সম্ভব হয়নি। অনেক জায়গায় আমাদের জোর করে হারিয়ে দেওয়া হয়েছে। কিন্তু তারপরেও আমরা এবার 25 শতাংশ ভোট পেয়েছি। আপনারা যদি লক্ষ্য করেন, তাহলে 2008 সালেও তৃণমূল কংগ্রেস 25 শতাংশ ভোট পেয়েছিল। তারপরে তারা ক্ষমতায় এসেছিল। তাই আমাদের বিশ্বাস, সাধারণ মানুষ যেভাবে আমাদের সমর্থন করেছেন, তাতে আগামী দিনে রাজ্যে বিজেপি ক্ষমতায় আসছে। আর আমি আমার নেতা কর্মীদের কুর্নিশ জানাই যে, তারা ভয়ের সামনে দাঁড়িয়েও প্রবলভাবে লড়াই দিয়েছে।”

বিজেপির দাবি, নির্বাচন তো করতেই দেওয়া হয়নি ভারতীয় জনতা পার্টিকে। যে ফলাফল সামনে এসেছে, তাতে অনেক জায়গায় বিজেপি জয়লাভ করেছে ঠিকই। কিন্তু ভোটের দিন ভয় দেখানো থেকে শুরু করে মানুষ ব্যালট বক্সে সমর্থন করলেও, গণনা কেন্দ্রেও সেই ব্যালট বক্স পাল্টে দেওয়া হয়েছে। কারচুপি করেছে তৃণমূলের দুষ্কৃতীরা। তা না হলে আরও প্রচুর আসনে জয়লাভ করত ভারতীয় জনতা পার্টি। তবে এতকিছু করার পরেও যখন 25 শতাংশ আসনে বিজেপি জয়লাভ করেছে, তখন আগামী দিন বিজেপির হতে চলেছে বলেই দাবি গেরুয়া শিবিরের।

বিশেষজ্ঞদের মতে, শেষের সেদিন হয়তো খুব একটা দূরে নেই। কেউ বা কারা পঞ্চায়েত নির্বাচনে পুলিশকে কাজে লাগিয়ে গণতন্ত্রের কণ্ঠরোধ করতে পারে। কিন্তু লোকসভা নির্বাচনে তা হবে না। আর এত কিছু করার পরেও যখন বিজেপি 25 শতাংশ ভোট নিজেদের বাক্সে তুলতে পেরেছে, তখন আগামী দিনে বিজেপির ভিত পশ্চিমবঙ্গে আরও শক্তিশালী হবে। সেক্ষেত্রে সুকান্তবাবুর সঙ্গে সহমত রাজনৈতিক পর্যবেক্ষকরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!