এখন পড়ছেন
হোম > জাতীয় > কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য বড়সড় ধাক্কা, কেন্দ্রের ঘোষণায় ডিএ-র পাশাপাশি উদ্বেগ বাড়াচ্ছে বেতনও!

কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য বড়সড় ধাক্কা, কেন্দ্রের ঘোষণায় ডিএ-র পাশাপাশি উদ্বেগ বাড়াচ্ছে বেতনও!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – মহামারী ক্রোনো গোটা বিশ্বের পাশাপাশি থাবা বসিয়েছে ভারতেও। যার জেরে বাধ্য হয়েই লকডাউন ঘোষণা করতে হয়েছিল সরকারকে। সে লকডাউন উঠলেও এখনো স্বাভাবিক হয়নি পরিস্থিতি। আগে থেকেই বিশেষজ্ঞমহল জানিয়েছিল যে এর প্রভাব পড়বে অর্থনীতিতেও। আর তা যে শুরু হয়েছে তা কেন্দ্রীয় সরকারের ঘোষণাতেই স্পষ্ট হলো এদিন।

জানা যাচ্ছে যে, এদিন কেন্দ্রীয় সরকারি কর্মীদের এ বছর বেতন বৃদ্ধি নিয়ে বড়সড় সিদ্ধান্ত জানিয়েছে কেন্দ্রীয় সরকার। যা একপ্রকার খারাপ খবরই বটে, কেন্দ্রীয় সরকারের তরফ থেকে জানানো হয়েছে যে, এ বছর কোনও কেন্দ্রীয় সরকারি কর্মীদের বেতন বৃদ্ধি করা সম্ভব হবে না। আগামী বছর বেতন বৃদ্ধি করা হবে।

এদিন ডিপার্টমেন্ট অফ পার্সোনেল ট্রেনিং-এর তরফ থেকে একটি নোটিশ দেওয়া হয়। সেখানে বলা হয়েছে যে, “২০১৯-২০ সালে কেন্দ্রীয় সরকারি কর্মীদের পারফর্ম্যান্স রিপোর্ট শেষ করার সময়সীমা বাড়িয়ে ২০২১ সালের মার্চ পর্যন্ত করা হয়েছে। প্রথমে তা ২০২০ সালের ৩১ ডিসেম্বর করা হয়েছিল। নয়া নির্দেশে আরও বাড়িয়ে মার্চ পর্যন্ত করে দেওয়া হল। অর্থাত্‍ বেতন বৃদ্ধির জন্য কেন্দ্রীয় সরকারি কর্মীদের ২০২১ সাল পর্যন্ত অপেক্ষা করতে হবে।”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

প্রসঙ্গত, সরকারি নির্দেশ অনুযায়ী, সরকারি কর্মীদের ৩১ মার্চের মধ্যে অনলাইন বা অফলাইনে ফর্ম ফিল-আপের সময়সীমা দেওয়া হয়েছিল , লকডাউনের জেরে তা বাড়িয়ে ৩১ জুলাই করা হয়েছে। রিপোর্টিং অফিসারের সেল্ফ অ্যাপ্রেইজালের শেষদিন ছিল ৩০ জুন। তা বাড়িয়ে ৩১ অগাস্ট ২০২০ করা হয়েছে। নয়া নির্দেশিকায় সরকারি কর্মীদের ৩১ ডিসেম্বরের মধ্যে অ্যাপ্রেইজাল ফর্ম ভর্তি করতে হবে।

কেন্দ্র সরকারের তরফ থেকে আগেই জানানো হয়েছিল যে, এইবছর কর্মীদের ডিএ বাড়ানো যাবে না। আর এবার ডিএ-র উপর উদ্বেগের খবর এল বেতন নিয়ে , যা ঘিরেই আশঙ্কার মেঘ কর্মীমহলে। সংশ্লিষ্ট মহলের মতে, আগামী বছর বেতন বৃদ্ধির কথা বলা হলেও তা কাজে কতটা সম্ভব হবে তা নিয়েও সংশয় রয়েছে। কেননা এখনো করোনা র কোনো ওষুধ আবিষ্কার হয়নি, না আবিষ্কার হয়েছে প্রতিষেধক। এর জেরে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বাড়ছে, ফলে আবারও লকডাউন হতে পারে। এখানেই শেষ নয়, লকডাউন না হলেও পরিস্থিতি যেহেতু ঠিক হয়নি তাই কাজ ও ঠিকঠাক করা যাচ্ছে না , ফলে আর্তনীতিতে ঘাটতি মেটানোর আপাতত কোনো আশার আলো দেখতে পাচ্ছেন না সংশ্লিষ্টমহল। এদিকে এইসব খবর সামনে আসতেই কর্মীমহলে চিন্তার ভাজ দেখা দিতে শুরু হয়েছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!