এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > হিংসা নিয়ে ব্যাপক চাপে তৃণমূল, মুখ রক্ষার চেষ্টায় ব্যাটিং বর্ষীয়ান মন্ত্রীর!

হিংসা নিয়ে ব্যাপক চাপে তৃণমূল, মুখ রক্ষার চেষ্টায় ব্যাটিং বর্ষীয়ান মন্ত্রীর!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-পঞ্চায়েত নির্বাচনে রাজ্যের হিংসা নিয়ে বিরোধী দল থেকে শুরু করে আদালত, সকলেই সমালোচনা করছে। একটি নির্বাচনকে কেন্দ্র করে কেন এত মানুষের মৃত্যু হবে, এই প্রশ্নে জেরবার রাজ্য সরকার থেকে শুরু করে নির্বাচন কমিশন। গোটা দেশের কাছে বাংলার ভাবমূর্তি ক্রমশূন্য হতে শুরু করেছে বলেই মনে করছে বিরোধীরা। আর এই পরিস্থিতিতে হিংসা নিয়ে যখন ক্রমাগত কোণঠাসা হচ্ছে রাজ্যের শাসক দল, ঠিক তখনই দলের হয়ে ব্যাটিং করলেন রাজ্যের মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। এক্ষেত্রে বিগত বাম আমলের কথা তুলে ধরে কমিউনিস্ট পার্টির ঘাড়েও দোষ চাপালেন তিনি।

প্রসঙ্গত, এদিন এই ব্যাপারে রাজ্যের মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়কে একটি প্রশ্ন করা হয়। আর সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত ঘনিষ্ঠ এই বর্ষিয়ান নেতা বলেন, “আম গাছ লাগালে আমেরই ফল হবে। আবার বিষবৃক্ষ লাগালে সেখান থেকে বিষ জন্মাবে। আপনারা নজর রাখলে দেখতে পাবেন, যে তিনটি জায়গায় সিপিএম রয়েছে, সেই তিনটে রাজ্যেই ভোটের সময় হিংসা হয়। সিপিএমের কারণেই এই বিষ দাঁত রাজ্যে তৈরি হয়েছে। যার জন্য হিংসা হচ্ছে।”

অনেকে বলছেন রাজ্যে পঞ্চায়েত নির্বাচনে যে লাগাতার হিংসা এবং মৃত্যু মিছিল হয়েছে তাতে জেরবার তৃণমূল কংগ্রেস প্রত্যেকেই তৃণমূলের বিরুদ্ধে সোচ্চার হচ্ছে এমন কি বুদ্ধিজীবীরাও ময়দানে নামতে শুরু করেছে তাই এই পরিস্থিতিতে মমতা বন্দ্যোপাধ্যায় অনুধাবন করেছেন যে দলের ভাব মূর্তি পুনরুদ্ধার করতে হবে তাই দলের হয়ে ব্যাটিং করে হিংসা নিয়ে বিগত দিনে ক্ষমতায় থাকা রাজ্যের বামপন্থীদের দিকেই দোষারোপ ছুড়ে দিলেন শোভন দেব চট্টোপাধ্যায়।

এক্ষেত্রে বিশেষজ্ঞরা অবশ্য বলছেন, বর্ষীয়ান মন্ত্রীর বক্তব্য হয়তো তৃণমূলকে কিছুটা স্বস্তি দিতে পারে। তবে সাধারণ মানুষের মনে ওঠা প্রশ্ন থামবে না। মন্ত্রীর বক্তব্য অনুযায়ী এটা সিপিএমের করে যাওয়া সন্ত্রাসের ফসল! তাহলে তৃণমূল এসে কোন বদলের রাজনীতি করলো! যার কারণে এখনও পর্যন্ত তর্কের খাতিরে যদি ধরেই নেওয়া যায় যে, সিপিএম সন্ত্রাস করেছে, তাহলে সেই সন্ত্রাস এখনও পর্যন্ত চলছে! তৃণমূলের আমলে কেন তৃণমূল বদলের প্রতিশ্রুতি দিয়েও গণতন্ত্রকে রক্ষা করার মহান প্রয়াস হিসেবে ভোট উৎসবের শান্তি বজায় রাখতে পারল না! কেন এক্ষেত্রে ব্যর্থ রাজ্যের শাসক দল! ইতিমধ্যেই সেই প্রশ্ন তুলে হেভিওয়েট মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় এবং তার দল তৃণমূল কংগ্রেসকে কটাক্ষ করছে বিরোধীরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!