এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > যুবরাজের বিপদ আসন্ন? পিএকে নোটিশ দিয়ে ফাইনাল টাচ ইডির! খেলা জমছে, দাবি বিজেপির!

যুবরাজের বিপদ আসন্ন? পিএকে নোটিশ দিয়ে ফাইনাল টাচ ইডির! খেলা জমছে, দাবি বিজেপির!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-পুজোর আগে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার একের পর এক পদক্ষেপে রীতিমত খুশি সাধারণ মানুষ। এতদিন তারা ডাকাডাকি করেছে, তল্লাশি করেছে। কিন্তু এবার তারা পদক্ষেপ নেওয়ার চরম পর্যায়ে পৌঁছে গিয়েছে। অন্তত গতিপ্রকৃতি দেখে তেমনটাই বলছে বিরোধী শিবির‌। এবার সেই ইডি এমন একটি পদক্ষেপ গ্রহণ করলো, যাতে নানা মহলে সাড়া পড়ে গিয়েছে। অনেকে বলছেন, যুবরাজকে ধরার আগে এটাই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ফাইনাল টাচ। ইতিমধ্যেই ইডির পক্ষ থেকে আবার এক হেভিওয়েটকে নোটিশ দেওয়া হয়েছে। আর সেই নোটিশে আশার আলো দেখতে শুরু করেছে তৃনমূল বিরোধী দলগুলো।

সূত্রের খবর, আজ শিক্ষা নিয়োগ দুর্নীতি মামলায় হাজিরা দেওয়ার জন্য নোটিশ পাঠানো হয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পিএ সুমিত রায়কে। আগামী সপ্তাহে তাকে হাজিরা দেওয়ার কথা জানানো হয়েছে। তবে এই প্রথম সুমিতবাবুকে এই নোটিশ দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। আর সেই নোটিশ দেখে অনেকেই অনেক গুঞ্জন এবং আলোচনা সামনে আনছেন। একাংশ বলছেন, যুবরাজকে ধরার আগে তার ঘনিষ্ঠদের জেরা করে নিতে চাইছে ইডি। সেই কারণেই তার পিএকে ডাকা হয়েছে। তবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা কি করবে, সেটা তাদের নিজস্ব ব্যাপার। প্রাথমিক গতিপ্রকৃতি দেখে যে জল্পনা তৈরি হচ্ছে, সেটাই রাজনৈতিক মহলে আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে।

বিজেপির দাবি, খেলা জমে উঠেছে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এখন ঠিক পথে চলতে শুরু করেছে। এতদিন তাদের ভূমিকা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছিল। তবে বড় বটগাছকে উপড়ে ফেলার আগে ছোট ছোট শিকড়কে তুলে ফেলতে হয়। তাই এখন সেই কাজ করছে ইডি। খুব তাড়াতাড়ি যারা দুর্নীতির বিরুদ্ধে সরব হচ্ছেন, তাদের কাছে বড় সুখবর আসতে চলেছে। যারা নিয়োগের নামে টাকা নিয়েছেন, দুর্নীতি করেছেন, তারা কেউ ছাড়া পাবে না। আইন আইনের পথে চলবে। তদন্তের একদম শেষ পর্বে হয়ত পৌঁছে গিয়েছে কেন্দ্রীয় সংস্থা। সেই কারণেই এখন সুমিতবাবুকে ডেকে তারা ফাইনাল টাচ দেওয়ার পথে হাঁটছে। ইডির গতিপ্রকৃতি সেই ইঙ্গিত করছে বলেই দাবি গেরুয়া শিবিরের।

পর্যবেক্ষকদের মতে, আঞ্চলিক দল তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় ভাইপো ইডি ডাকলেই অনেক বড় বড় কথা বলেন। তার মুখে শোনা যায় যে, তিনি এক পয়সাও দুর্নীতি করেননি। কিন্তু যিনি এত বড় বীর, তিনি ইডির ডাক পেলে রক্ষাকবচ নিতে আদালতে চলে যান। ফলে তাকে নিয়ে একটা মানুষের মধ্যেও প্রশ্ন রয়েছে। কিন্তু এবার তার পিএকে জেরা করে ইডি একেবারে মূল তথ্য জানতে চাইছে। কিন্তু ভাইপোর পথেই কি হাঁটবেন তার পিএ? নাকি তিনিও আদালতের জারস্থ হবেন! যদি তিনি আদালতের দ্বারস্থ হন এবং এই জেরা থেকে নিজেকে মুক্ত করতে চান, তাহলে বুঝে নিতে হবে যে, ভেতরে একটা বড় গল্প হচ্ছে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার মুখোমুখি হলে এবার ভাইপো এবং তার পিএ সহ অনেকের কপালেই দুঃখ রয়েছে। তাই তারা যে করেই হোক, সেই জেরাকে এড়ানোর জন্য আদালতের দ্বারস্থ হতে শুরু করেছেন। দিনের শেষে তেমনটাই বলছেন রাজনৈতিক সমালোচকরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!