এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি > গননাতে জোর করে হারানো হচ্ছে বিজেপিকে, ধৈর্যের বাঁধ ভাঙলো সাংসদের! রায়গঞ্জে উত্তেজনা!

গননাতে জোর করে হারানো হচ্ছে বিজেপিকে, ধৈর্যের বাঁধ ভাঙলো সাংসদের! রায়গঞ্জে উত্তেজনা!


 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- নির্বাচনী ব্যাপক সন্ত্রাস এবং ছাপ্পার পরেও গণনাতে দেখা গিয়েছে, অনেক আসনে জিতছে ভারতীয় জনতা পার্টি। কিন্তু সেটাও সহ্য হচ্ছে না তৃণমূল কংগ্রেসের। তাই প্রশাসনকে কাজে লাগিয়ে অনেক জায়গাতেই যে সমস্ত জায়গায় বিজেপি জিতেছে, তাদেরকে জয়ের সার্টিফিকেট না দিয়ে সেখানে তৃণমূলকে জিতিয়ে দেওয়া হচ্ছে বলে অভিযোগ। আর কতক্ষণই বা এই অন্যায় সহ্য করা যায় তাই শেষ পর্যন্ত রীতিমতো ক্ষোভে, রাগে বিডিও অফিসে গিয়ে তান্ডব করলেন রায়গঞ্জের সাংসদ দেবশ্রী চৌধুরী। কেন দাঁতে দাঁত চেপে লড়াই করার পরেও বিজেপির জয়ী প্রার্থীদের সার্টিফিকেট দেওয়া হচ্ছে না, তা নিয়ে প্রশ্ন তুলে অফিসের চেয়ার, টেবিল ফেলে দিলেন তিনি।

প্রসঙ্গত, এদিন রায়গঞ্জের পলিটেকনিক কলেজে গণনা চলাকালীন বিজেপির কাছে খবর আসে, অনেক আসনে তারা জয়লাভ করার পরেও তাদেরকে জয়ের সার্টিফিকেট দেওয়া হচ্ছে না। দীর্ঘক্ষণ ধরে এই খবর পাওয়ার পরেও ধৈর্য ধরে রাখছিলেন সাংসদ দেবশ্রী চৌধুরী। কিন্তু এক সময় তার ধৈর্যের বাঁধ ভেঙে যায়। আর তারপরেই গণনা কেন্দ্রে এই অনিয়মের অভিযোগ তুলে বিডিও অফিসে গিয়ে সরকারি আধিকারিককে বিক্ষোভ দেখাতে শুরু করেন এই বিজেপি সাংসদ। শুধু তাই নয়, টেবিলও উল্টে ফেলে দেন তিনি। রীতিমত রুদ্রমূর্তি ধারণ করতে দেখা যায় এই বিজেপি সাংসদকে।

দেবশ্রী দেবীর অভিযোগ, জোর করে বিজেপির জয়ী প্রার্থীদের হারিয়ে  দেওয়া হচ্ছে। তাদেরকে জয়ী হওয়ার শংসাপত্র দেওয়া হচ্ছে না। সেই সমস্ত জায়গায় তৃণমূলকে জিতিয়ে দেওয়া হচ্ছে। তাই এই অন্যায় মানতে না পেরে তিনি বাধ্য হয়েছেন সরকারি আধিকারিকের দপ্তরে গিয়ে বিক্ষোভ দেখাতে।একাংশের প্রশ্ন, আর কতই বা অন্যায় সহ্য করবে বিজেপি! গণতন্ত্রের কন্ঠরোধ করে নির্বাচন হল সেই নির্বাচনে ছাপ্পা দিয়ে অনেক জায়গাতেই বিরোধী প্রার্থীরা যাতে জিততে না পারে, তার জন্য চেষ্টা করেছে তৃণমূলের বাহিনী। কিন্তু তারপরেও তারা অনেক জায়গাতেই জয়লাভ করতে পারছে না দেখে গণনা কেন্দ্রেও কারচুপি করার চেষ্টা করেছে।

বিভিন্ন ক্ষেত্রে বিজেপি প্রার্থীরা জয়লাভ করার পরেও প্রশাসনকে কাজে লাগিয়ে তাদের সার্টিফিকেট না দিয়ে হারিয়ে দেওয়া হচ্ছে। আর সেই কারণেই বিক্ষোভ করে রীতিমত অগ্নিশর্মা হয়ে উঠলেন বিজেপি সাংসদ। তবে এরপরেও প্রশাসনের চোখ খুলবে কিনা, তারা নিরপেক্ষতা সহকারে গোটা প্রক্রিয়াকে সম্পন্ন করতে সঠিক পদক্ষেপ গ্রহণ করবে কিনা, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!