এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > পশ্চিমবঙ্গ থেকে রাজ্যসভার প্রার্থী কে! বড় চমক দিয়ে ঘোষণা বিজেপির!

পশ্চিমবঙ্গ থেকে রাজ্যসভার প্রার্থী কে! বড় চমক দিয়ে ঘোষণা বিজেপির!


 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- বাংলা থেকে এবার রাজ্যসভার একটি আসনে প্রার্থী দিতে পারবে ভারতীয় জনতা পার্টি। ইতিমধ্যেই তৃণমূল চারটি আসনে তাদের প্রার্থী ঘোষণা করে দিয়েছে। তবে বিজেপির পক্ষ থেকে পশ্চিমবঙ্গ থেকে কাকে রাজ্যসভায় পাঠানো হবে, তা নিয়ে বেশ কিছু নাম সামনে এসেছিল। তবে অবশেষে সেই ব্যাপারে কোচবিহারের অনন্ত মহারাজের নামে সীলমোহর দিল বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব।

সূত্রের খবর, এদিন রাজ্যসভায় পশ্চিমবঙ্গ থেকে বিজেপির প্রার্থী হিসেবে অনন্ত মহারাজের নাম ঘোষণা করা হয়। বলা বাহুল্য, বরাবরই খবরের শিরোনামে উঠে এসেছেন এই অনন্ত মহারাজ। এমনকি তিনি যাতে রাজ্যসভায় বিজেপির হয়ে প্রার্থী হন, তার জন্য ইতিমধ্যেই তার সঙ্গে দেখা করেছিলেন কোচবিহারের সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিক। আর তারপরেই সম্মতি প্রকাশ করেন অনন্ত মহারাজ। যার ফলে বাংলা থেকে নিজেদের হাতে থাকা একটি আসনে সেই হেভিওয়েটকে প্রার্থী করে রীতিমতো চমক দেওয়ার চেষ্টা করল ভারতীয় জনতা পার্টি।

বিশেষজ্ঞদের মতে, উত্তরবঙ্গে বিজেপির বর্তমানে ভালো প্রভাব রয়েছে। এমনকি কোচবিহারের মতো জেলায় থেকে অনন্ত মহারাজকে যদি বিজেপি রাজ্যসভায় প্রার্থী করে, তাহলে আগামী দিনে লোকসভায় তারা এই সুফল ঘরে তুলতে পারবে। আর এ কথা অনুধাবন করেই এই হেভিওয়েটকে বাংলা থেকে নিজেদের হয়ে রাজ্যসভায় পাঠাতে চাইছে ভারতীয় জনতা পার্টি। যা নিঃসন্দেহে উত্তরবঙ্গে বিজেপির ভিতকে আরও শক্তিশালী করবে বলেই মনে করছেন পর্যবেক্ষকরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!