এখন পড়ছেন
হোম > রাজনীতি > হিংসায় আক্রান্ত গণতন্ত্র, ফের কি পশ্চিমবঙ্গে পঞ্চায়েত নির্বাচন? বড় আভাস দিলেন বিচারপতি!

হিংসায় আক্রান্ত গণতন্ত্র, ফের কি পশ্চিমবঙ্গে পঞ্চায়েত নির্বাচন? বড় আভাস দিলেন বিচারপতি!


 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-পঞ্চায়েত নির্বাচনকে শান্তিপূর্ণ এবং সুষ্ঠুভাবে সম্পন্ন করার নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। কিন্তু কে মানে আদালতের নির্দেশ! নিজেদের মতো করে পঞ্চায়েত নির্বাচনকে পরিচালনা করে কার্যত প্রহসনে পরিণত করেছে রাজ্য নির্বাচন কমিশন। এমনটাই অভিযোগ বিরোধী দলগুলোর। শুধু তাই নয়, গণনা প্রক্রিয়া পর্যন্ত যে পরিমাণ হিংসা পশ্চিমবঙ্গে হয়েছে, তা আর কোনো রাজ্যে হয় না বলেও দাবি।

আর এই পরিস্থিতিতে সেই সমস্ত বিষয়ে প্রচুর অভিযোগ জমা পড়েছিল কলকাতা হাইকোর্টের। আর সেই অভিযোগের বিষয়েই মন্তব্য করতে গিয়ে বড় আঘাত দিলেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি। যাকে কেন্দ্র করে বিরোধীদের একাংশ বলছেন, জয়ের আনন্দে তৃণমূল মেতে উঠলেও শেষ পর্যন্ত এই জয় বৈধ হবে তো! আদালতের নির্দেশে আবার যদি ভোট হয়, তাহলে কি হবে শাসকদলের নেতাদের ভবিষ্যৎ!

প্রসঙ্গত, এদিন পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে আদালতে হিংসা নিয়ে যে অভিযোগ জমা পড়েছিল, সেই ব্যাপারে মন্তব্য করেন প্রধান বিচারপতি। তিনি বলেন, “এত হিংসা কেন! কেন এখনো মানুষ মার খাচ্ছে! যারা জয়ী হয়েছে, তাদের ভবিষ্যৎ মামলার ভবিষ্যতের উপর নির্ভর করবে।” আর প্রধান বিচারপতির এই মন্তব্যের পরেই রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে রাজনৈতিক মহলে।

বিরোধীদের দাবি, গণতন্ত্রকে শুধু প্রহসনে পরিণত করা নয়, গণনা কেন্দ্রে শেষ পর্যন্ত সমস্ত সমর্থন সমস্ত ভোট নিজেদের দখলে আনতে কারচুপি পর্যন্ত করেছে তৃণমূল কংগ্রেস। আর সেখানে বাধা দিতে গেলেই হামলার শিকার হয়েছেন বিরোধী নেতা নেত্রীরা। তাই গোটা নির্বাচনী ব্যবস্থাকে আবার নতুন করে সুষ্ঠভাবে পরিচালনা করতে কড়া পদক্ষেপ গ্রহণ করা উচিত।

বিশেষজ্ঞরা বলছেন, এবারের পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে যত মানুষ মারা গিয়েছে, তা হয়তো সত্যিই অকল্পনীয়। যে পরিমাণ হিংসা হয়েছে রাজ্যে, সত্যিই কি তা কাম্য ছিল! আদালতের নির্দেশের পরেও কেন রক্তপাতহীন নির্বাচন করতে পারল না রাজ্য নির্বাচন কমিশন! তাই গণনায় বিপুল ভোটে জয়লাভ করে তৃণমূল উল্লাসে মাতলেও, সকলেরই ঘুম কেড়ে নিল কলকাতা হাইকোর্ট।

হিংসা নিয়ে প্রধান বিচারপতির প্রশ্নের পাশাপাশি এই মামলার ভবিষ্যতের উপর এই জয়ী প্রার্থীদের ভবিষ্যৎ নির্ভর করবে বলে জানিয়ে দিলেন তিনি স্বভাবতই এই মামলার পরবর্তী শুনানিতে কি নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট এবং তার ফলে আবার নতুন করে রাজ্য পঞ্চায়েত নির্বাচন হবে কি না, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!