এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > কমিশনের নজরবন্দী হওয়ার পরেও অনুব্রত মন্ডলের গলায় ‘খেলা হবে’

কমিশনের নজরবন্দী হওয়ার পরেও অনুব্রত মন্ডলের গলায় ‘খেলা হবে’


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – 2019 এর লোকসভা নির্বাচনের মতন একুশের বিধানসভা নির্বাচনেও যথারীতি নির্বাচন কমিশনের পক্ষ থেকে ডাকসাইটে তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলকে নজরবন্দি করা হয়েছে। তবে কমিশনের এই সিদ্ধান্তের বিরুদ্ধে অনুব্রত মন্ডল আদালতে যাচ্ছেন কিনা তা এখনই জানা নেই। কিন্তু অনুব্রত মন্ডল কমিশনের সিদ্ধান্তের পাল্টা জবাবে জানিয়েছেন, বীরভূমের মাটিতে ভয়ঙ্কর খেলা হবে। এবং কমিশনের জবাব বীরভূমের মানুষ ভোটের মাধ্যমে দেবে। মঙ্গলবার বিকেল পাঁচটা থেকে অনুব্রত মণ্ডলের ওপর নজরদারি শুরু হচ্ছে। থাকবে, শুক্রবার সকাল 7 টা পর্যন্ত। একই সাথে বীরভূম অঞ্চলের নির্বাচনে এখনো পর্যন্ত সবথেকে বেশি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকতে চলেছে বলে জানা যাচ্ছে।

রাজ্যে শেষ দফা অর্থাৎ আগামী 29 শে এপ্রিল নির্বাচন হতে চলেছে। একই সাথে বীরভূমের প্রতিটি বুথে থাকছে আটজন করে কেন্দ্রীয় বাহিনীর জওয়ান। প্রসঙ্গত, 2016 থেকেই প্রতিটি নির্বাচনে অনুব্রত মণ্ডলকে সবার আগে নজরদারির আওতায় ফেলে নির্বাচন কমিশন। তাই এই সিদ্ধান্ত অনুব্রত মন্ডলের কাছে নতুন কিছু নয়। তবে অনুব্রত মণ্ডলকে নজরবন্দি করা হতে পারে বলে আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তিনি অনুব্রত মণ্ডলকে নির্দেশ দিয়েছিলেন, যদি নির্বাচন কমিশন তাঁকে নজরবন্দি করে, তাহলে সেই সিদ্ধান্তের বিরুদ্ধে যেন অনুব্রত মণ্ডল আদালতে যান। তবে অনুব্রত মণ্ডল আদালতে যাবেন কিনা, সে খবর পাওয়া যাবে আগামীকাল।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তবে অনুব্রত মন্ডল কমিশনের সিদ্ধান্তে একটূও না দমে বীরভূমের মানুষ যে ব্যালটের মাধ্যমে জবাব দেবে সে কথাও জানিয়েছেন। একইসাথে অনুব্রত জানিয়েছেন, তাঁকে নজরবন্দি করলে লাভ। তার কারণ তিনি যেখানে যাবেন, সেখানেই তাঁর সাথে যাবে কেন্দ্রীয় বাহিনী এবং যথারীতি অনুব্রত মণ্ডলের গলায় সেই পরিচিত সুর ‘ভয়ঙ্কর খেলা হবে’, যে কথা নিয়ে ইতিমধ্যেই বিরোধীরা প্রতিবাদে প্রতিক্রিয়া দিয়েছিলেন। অন্যদিকে অনুব্রত মণ্ডলকে নজরবন্দী করা নিয়ে ইতিমধ্যেই তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ ইতিমধ্যেই জানিয়েছেন, নির্বাচন কমিশন এই মুহূর্তে বিজেপির অন্যতম ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানিতে পরিণত হয়েছে।

একইসাথে 2 রা মে নিয়ে তাঁর গলাতেও আত্মবিশ্বাসের সুর। তবে বিশেষজ্ঞরা মনে করছেন, বীরভূম জেলা রাজনীতির মানচিত্রে অত্যন্ত উত্তেজনাপ্রবণ জায়গা। অহরহ বীরভূম জেলার বিভিন্ন জায়গা থেকে রাজনৈতিক হিংসার খবর পাওয়া যায়। তাই বিধানসভা নির্বাচনের কথা মাথায় রেখে নির্বাচন কমিশন বীরভূমের ওপর বিশেষ নজর দিয়েছেন এবং নির্বাচন কমিশনের অনুব্রত মণ্ডলকে নজরবন্দী করা নিয়ে মনে করা হচ্ছে, যাবতীয় হিংসার পেছনে কলকাঠি নাড়ার জন্য কমিশন অনুব্রত মণ্ডলকেই দায়ী করে। এবারের নির্বাচনে অনুব্রত মন্ডল কি কমিশনের নজরদারীতে খেলা চালাবেন না অন্য রাস্তা ধরবেন তা জানা যাবে অষ্টম দফার ভোটের দিনই।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!