এখন পড়ছেন
হোম > জাতীয় > Breaking news,নাটকীয়তার সঙ্গে প্রত্যাহার বিতর্কিত কৃষি আইনের, কি বলছেন রাজনীতির কারবারিরা?

Breaking news,নাটকীয়তার সঙ্গে প্রত্যাহার বিতর্কিত কৃষি আইনের, কি বলছেন রাজনীতির কারবারিরা?


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট – বিতর্কিত নয়া তিন কৃষি আইন, যাকে ঘিরে দীর্ঘদিন ধরে চলছিল ক্ষোভ-বিক্ষোভ, চাপান-উতোর কৃষকদের ও বিরোধী শিবিরের। এবার সেই আইন বাতিল বলে ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দেশবাসীর কাছে ক্ষমা চাইলেন তিনি। তিনি জানান, পরিষ্কার মনে তিনি বলছেন যে, তাঁদের প্রচেষ্টার খামতি থাকতে পারে, সেটা তারা বুঝতে পারেননি। তাই এই তিন কৃষি আইন রদ করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। চলতি মাসের শেষের দিকে যে অধিবেশন শুরু হবে, সেখানে তিন কৃষি আইন বাতিল করার প্রক্রিয়া শুরু হবে। আন্দোলনরত কৃষকদের বাড়ি ফিরে যাবার অনুরোধ করলেন প্রধানমন্ত্রী।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

প্রধানমন্ত্রীর এই ঘোষণার পরই বিরোধীদের প্রবল কটাক্ষের মুখে কেন্দ্রীয় শাসক দল বিজেপি। একটি টুইট করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন যে, আন্দোলনকারী কৃষকরা তাদের প্রতি হওয়া কোন নিষ্ঠুরতাতেই দমে যাননি। এটা কৃষকদের জয়। এই লড়াইয়ে যারা প্রাণ হারিয়েছেন, তাদের জন্য গভীর সমবেদনা জানান তিনি। তৃণমূল সাংসদ সুখেন্দু শেখর রায় জানালেন, এটি মোদি যুগের শেষের শুরু।

তৃণমূল সাংসদ সাংসদ সৌগত রায় জানালেন, কৃষকেরা দিল্লির সীমান্তে নিরবিচ্ছিন্ন আন্দোলন করেছেন। রোদ, জল, ঠান্ডার মধ্যে আন্দোলন করতে গিয়ে অনেক কৃষকের মৃত্যু হয়েছে। লখিমপুরে বিজেপি মন্ত্রীর ছেলে গাড়িচাপা দিয়ে চার জন কৃষককে মেরেছেন। হরিয়ানার কোন গ্রামে মন্ত্রীদের সভা করতে দেয়নি কৃষকেরা। কেন্দ্রীয় সরকার ও প্রধানমন্ত্রী কৃষকদের দাবির সামনে নত হলেন। কৃষকেরা আগে থেকেই বলেছিলেন, এই তিন আইন চালু হলে নূন্যতম সহায়ক মূল্যের ব্যবস্থা বন্ধ হবে, পুঁজিপতি ব্যবসায়ীরা লাভবান হবেন। এই আইন প্রত্যাহারের ফলে কৃষকরা সেই আশঙ্কা থেকে মুক্ত হলেন।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!