এখন পড়ছেন
হোম > জাতীয় > রথযাত্রার সম্ভাব্য তারিখ পরিবর্তন করল বিজেপি, জেনে নিন বিস্তারিত

রথযাত্রার সম্ভাব্য তারিখ পরিবর্তন করল বিজেপি, জেনে নিন বিস্তারিত


যুদ্ধ সফল হল বিজেপির। রথযাত্রার পথের কাঁটা সরল। বিজেপি প্রস্তাবিত রথযাত্রার অনুমতি দিয়ে দিল হাইকোর্ট। তবে তড়িঘড়ি করে রথযাত্রার সম্ভাব্য তারিখ পরিবর্তন করল বিজেপি। প্রথমে যে সূচি নির্ধারিত করা হয়েছিল, তাতে কিছুটা রদবদল করা হল। প্রথমে রথযাত্রার জন্যে ২৮,২৯ এবং ৩১ ডিসেম্বর এই নতুন তিনটি সম্ভাব্য তারিখ ঠিক করা হয়েছিল। কিন্তু সেটাই এগিয়ে নিয়ে এসে ২২, ২৪ এবং ২৬ ডিসেম্বর এই তিনটি সম্ভাব্য তারিখ ঠিক করা হয়েছে।

গতকাল সন্ধ্যাতেই বেলেঘাটার একটি আবাসনে রথযাত্রা নিয়ে বৈঠকে বসেন রাজ্য বিজেপির শীর্ষ নেতৃত্বরা। সেখানেই রথযাত্রার জন্যে এই তিনটি তারিখ চূড়ান্ত করা হয়েছে। ২২ ডিসেম্বর তারাপীঠ থেকে,২৪ ডিসেম্বর সাগর থেকে এবং ২৬ ডিসেম্বর কোচবিহার থেকে রথযাত্রার শুভ সূচনা হবে বলেও স্থির করা হয়েছে বৈঠকে।

তবে রথযাত্রার দিনক্ষণ কেন এগিয়ে আনল বিজেপি? এ নিয়ে স্বাভাবিক প্রশ্ন রয়েই যায়। রাজনৈতিক সূত্রের খবর থেকে জানা গিয়েছে,কোলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চের রায় নিয়ে অসন্তুষ্ট রাজ্যসরকার। যেভাবে গতকাল বিজেপির রথযাত্রাকে সমর্থন করে ভরা আদালতে রাজ্যসরকারকে ভর্ৎসনা করা হল তাতে চরম ক্ষুব্ধ নবান্ন কর্তারা।

এভাবে বিজেপির কাছে পরাজয় মেনে নিতে রাজি নয় তারা। তাই চুপ করে বসে না থেকে এর পরবর্তী পদক্ষেপ স্থির করে ফেলল রাজ্যের শাসকদল। আর সেজন্যে হাইকোর্টের সিঙ্গল বেঞ্চের রায় নিয়ে ডিভিশন বেঞ্চে অ্যাপিল করার ভাবনা চিন্তা করছে তারা। হাইকোর্টের রায়ের পরও রাজ্যের মাটিতে বিজেপির রথের চাকা আটকাতে এখনো চেষ্টার খামতি রাখতে চায় না শাসকদল।

এরকম আঁচ পেয়ে অবিলম্বে রথযাত্রা কর্মসূচি শুরু করার সিদ্ধান্ত নিল মুরলিধর লেনের কর্তারা। বিজেপির এই মুহূর্তে একটাই পণ,যেকোনো উপায়ে রথযাত্রা কর্মসূচি সফল করা। যে ঝড়ঝাপটা পেরিয়ে রথযাত্রার অনুমতি হাসিল করেছে তাঁরা,সেটা কোনোভাবেই ব্যর্থ হতে দিয়ে চায় না বিজেপি। হাইকোর্টের নির্দেশকে মান্যতা দিয়েই শান্তিপূর্ণভাবে রথযাত্রা কর্মসূচি পালন করার প্রতিশ্রুতি দিয়েছে গেরুয়াশিবির।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -
বাংলার বুকে গণতন্ত্র রক্ষার তাগিদে এই ‘গনতন্ত্র বাঁচাও অভিযান’-এর সূত্র ধরেই রাজ্যের মাটিতে পদ্মফুল ফুটবে,এমনটাই বিশ্বাস বিজেপির। ইতিমধ্যেই রথযাত্রার নতুন তিনটি সম্ভাব্য তারিখ জাতীয় বিজেপি সভাপতি অমিত শাহের দরবারে পাঠানো হয়েছে৷ দিল্লি থেকে সবুজ সংকেত মিললেই রথযাত্রার দিনক্ষণ চূড়ান্ত হবে,এমনটাই খবর দলীয় সূত্রের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!