এখন পড়ছেন
হোম > রাজ্য > মুখ্যমন্ত্রীর মেদিনীপুর সফরের 24 ঘন্টা আগে জল্পনা বাড়িয়ে পুড়িয়ে দেওয়া হল কাঠের সেতুর একাংশ, তীব্র চাঞ্চল্য এলাকায়

মুখ্যমন্ত্রীর মেদিনীপুর সফরের 24 ঘন্টা আগে জল্পনা বাড়িয়ে পুড়িয়ে দেওয়া হল কাঠের সেতুর একাংশ, তীব্র চাঞ্চল্য এলাকায়


মুখ্যমন্ত্রীর সফরের ঠিক চব্বিশ ঘণ্টা আগেই জল্পনা বাড়িয়ে গড়বেতা 1 ব্লকের বেনাচাপড়া গ্রাম পঞ্চায়েতের মায়তার পুরন্দর খালের কাঠের সেতুর একাংশ আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হল। সূত্রের খবর, রবিবার সকালে এই সেতুর একাংশ পুড়ে যেতে দেখেন স্থানীয় বাসিন্দারা।

একাংশে ধারণা, শনিবার রাতের অন্ধকারে কেউ বা কারা এই কাজ করেছে। কিন্তু মুখ্যমন্ত্রীর জেলা সফরে ঠিক আগে এইভাবে জেলার এক গুরুত্বপূর্ণ সেতু পুড়িয়ে দেওয়ার পেছনে শুরু হয়েছে প্রবল জল্পনা। প্রসঙ্গত উল্লেখ্য, কয়েক বছর আগে বর্ষার খালের জল বেড়ে যাওয়ায় এই সেতুটি ভেসে চলে গিয়েছিল।

পরবর্তীতে স্থানীয় পঞ্চায়েতের উদ্যোগে কয়েক লক্ষ টাকা ব্যয় করে এখানে কাঠের শক্ত সেতু তৈরি করে দেওয়া হয়। যেই সেতু চাঁদাবিলা, ভীমপুর, ভালুকখুলা, খয়েরবনী, মায়তা, রাধানগর, গড়বেতা সহ বাঁকুড়ার বেশ কয়েকটি অঞ্চলের মানুষের যাতায়াতের অন্যতম ভরসাস্থল। এদিকে সেতু পুড়ে যাওয়ার খবর শুনে দিনে এদিন এলাকায় পৌছে গোয়ালতোড় থানার পুলিশ। মুখ্যমন্ত্রীর সফরের আগে ঠিক কে এইভাবে জেলার গুরুত্বপূর্ণ কাঠের সেতু পুড়িয়ে দিল?

এদিন এই প্রসঙ্গে জেলা পুলিশ সুপার অলোক রাজোরিয়াকে ফোন করলেও তিনি এর কোনো প্রতিক্রিয়া দেননি। অন্যদিকে দলনেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জেলা সফরের আগেই এইভাবে সেতু পুড়িয়ে দেওয়ার পেছনে বিজেপির মদত আছে বলেই অভিযোগ করছেন স্থানীয় শাসক দলের নেতৃত্বরা।

এদিন এই প্রসঙ্গে গড়বেতা 1 ব্লক তৃণমূলের সভাপতি সেবাব্রত ঘোষ বলেন, “রাতের অন্ধকারে কেউ বা কারা এই কাজ করেছে। এর পেছনে বিজেপির যোগ আছে বলেই আমাদের মনে হয়। মুখ্যমন্ত্রী জেলায় আসছেন। তাই বিশৃঙ্খলা সৃষ্টি করতেই এই কাজ করা হয়েছে।”

অন্যদিকে নিজেদের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করে জেলা বিজেপি নেতা রাজিব কুণ্ডু বলেন, “বিজেপি এখন রথযাত্রা নিয়ে খুবই ব্যস্ত। এ ধরনের কাজ আমরা কখনোই করব না। ওরা নিজেরাই এই কাজ করে এলাকায় অশান্তি সৃষ্টি করতে চাইছে।”

ফেসবুকের কিছু টেকনিকাল প্রবলেমের জন্য সব খবর আপনাদের কাছে পৌঁছেছে না। তাই আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

 

এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে

তবে শাসক বনাম বিরোধীর এই তরজার মাঝেই গোটা ঘটনায় তদন্তের আশ্বাস দিয়েছেন মেদিনীপুর সদর মহকুমার শাসক দীননারায়ণ ঘোষ। সব মিলিয়ে এখন মুখ্যমন্ত্রীর মেদিনীপুর সফরের 24 ঘন্টা আগে কাঠের সেতু পুড়িয়ে দেওয়ার ঘটনায় তদন্ত এখন ঠিক কোন পথে এগোয় সে দিকেই তাকিয়ে সকলে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!