এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > দায়িত্ব নিয়েই বদলেছেন জেলার করোনা চিত্র! উপ মুখ্য স্বাস্থ্য আধিকারিকের বদলি রুখতে মরিয়া সবাই

দায়িত্ব নিয়েই বদলেছেন জেলার করোনা চিত্র! উপ মুখ্য স্বাস্থ্য আধিকারিকের বদলি রুখতে মরিয়া সবাই


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – একেই বোধহয় সঠিক “দায়িত্ববান কর্তা” বলে। করোনা পরিস্থিতিতে যখন সকলে সামাজিক দূরত্ব বজায় রাখছেন, তখনই দায়িত্ব নিয়ে করোনা পরিস্থিতি সামলাতে উদ্যোগী হতে দেখা যাচ্ছে তাকে। জানা গেছে, আলিপুরদুয়ারের মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ সুবর্ণ গোস্বামী অত্যন্ত নিষ্ঠার সাথে দায়িত্ব সামলাচ্ছেন। গত ফেব্রুয়ারি মাস থেকে স্ত্রী, মাকে ছেড়ে একাই করোনার সঙ্গে যুদ্ধ করতে শুরু করেছেন তিনি।

এমন অনেক রাত তাকে কাটাতে হয়েছে, যেখানে করোনা রোগীদের সেবা করতেই সময় কেটে গিয়েছে তার। শনিবার সারারাত জেগে এক করোনা আক্রান্ত বৃদ্ধকে জেলার কোভিড হাসপাতালে পাঠানো সম্ভব হয়নি তার।এমত একটা পরিস্থিতিতে আবার সামনের সপ্তাহে কালিম্পং টিবি হাসপাতালে বদলি হয়ে যাচ্ছেন ডাক্তার সুবর্ণ গোস্বামী। কিন্তু এমন একটা জনদরদী চিকিৎসকের বদলি আটকাতে বিভিন্ন গন সংগঠন ময়দানে নামতে শুরু করেছে। ইতিমধ্যেই বাম কংগ্রেস জোট করে শহরে নাগরিক কনভেনশন করে সুবর্ণ গোস্বামীর বদলি আটকাতে মুখ্যমন্ত্রীকে চিঠি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

একাংশের মতে, যেভাবে সুবর্ণ গোস্বামী মানুষের পাশে থেকে রাতদিন এক করে কাজ করতেন,তাতে তার মত একজন মহানুভবতার অধিকারী চিকিৎসক বদলি হয়ে যাওয়ায় তার জন্য স্থানীয় মানুষদের এই আর্তি এক অনন্য নজির স্থাপন করল বলেই মনে করছে রাজনৈতিক বিশেষজ্ঞরা।এদিন এই প্রসঙ্গে প্রাক্তন আরএসপি বিধায়ক নির্মল দাস বলেন, “সুবর্নবাবুকে কেন মহামারীর সময় বদলি করা হচ্ছে, বুঝতে পারছি না। সেজন্যই কোভিড পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ওর বদলি স্থগিত রাখার আর্জি রাজ্যের স্বাস্থ্য সচিবের কাছে রেখেছি।” অন্যদিকে সরকারি বদলির নিয়মেই তাকে চলে যেতে হচ্ছে বলে জানিয়েছেন জেলা তৃণমূলের সভাপতি মৃদুল গোস্বামী।

তবে এত মানুষের তার প্রতি টান থাকা সত্ত্বেও তিনি এভাবে বদলি হয়ে চলে যাচ্ছেন, তাতে কি তার কোনো কষ্ট হচ্ছে না! এদিন এই প্রসঙ্গে সুবর্ণ গোস্বামী বলেন, “আমি চিকিৎসক। রোগীর সেবা করাই আমাদের ধর্ম। আর বদলির বিষয়ে আমার কোনো মন্তব্য নেই। সরকারি নিয়ম তাই যেতে হবেই।” সব মিলিয়ে এবার সুবর্ণ গোস্বামীর মত চিকিৎসকের বদলি আটকাতে জনসাধারণ এককাট্টা হলেও, সরকার কি সিদ্ধান্ত নেয়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!