এখন পড়ছেন
হোম > রাজ্য > রাজ্যে বন্ধ হচ্ছে নেট পরিষেবা, কারন জানলে চমকে যাবেন !

রাজ্যে বন্ধ হচ্ছে নেট পরিষেবা, কারন জানলে চমকে যাবেন !


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- আজ থেকেই রাজ্যে শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা। তাই বাড়তি তৎপরতা হিসেবে নকল রুখতে আগেভাগেই শোনা গিয়েছিল যে, বেশ কিছু এলাকায় ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখা হবে। আর এই পরিস্থিতিতে জল্পনা বাড়িয়ে রাজ্যের বেশকিছু জেলার বেশকিছু ব্লকে নেট পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নিল প্রশাসন। যে ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

সূত্রের খবর, ইতিমধ্যেই রাজ্যের স্বরাষ্ট্র দফতরের পক্ষ থেকে একটি নির্দেশিকা দেওয়া হয়েছে। যেখানে জানানো হয়েছে, মালদহ, উত্তর দিনাজপুর, কোচবিহার, মুর্শিদাবাদ, জলপাইগুড়ি, বীরভূম এবং দার্জিলিং জেলার বেশকিছু ব্লককে চিহ্নিত করা হয়েছে। যে সমস্ত জায়গায় আগামী বেশ কিছুদিন সাময়িকভাবে ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখা হবে।

জানা গিয়েছে, সোমবার থেকে আগামী 16 তারিখ পর্যন্ত এই বিধিনিষেধ বলবৎ থাকবে। তবে শুধুমাত্র সকাল 11 টা থেকে 3 টা 15 পর্যন্ত এই সমস্ত জায়গায় বন্ধ রাখা হবে ইন্টারনেট পরিষেবা। যার জেরে বিশেষজ্ঞরা বলছেন, মূলত মাধ্যমিকের নকল রুখতেই সেই সময়টাকে বেছে নেওয়া হয়েছে। তবে এই সময় ইন্টারনেট পরিষেবা বন্ধ থাকলেও, ফোন কল সহ অন্যান্য পরিষেবা চালু থাকবে। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!